‘বাচ্চাদের মতো দৌড়াচ্ছিলাম’- হাজারতম ম্যাচ জিতে মরিনহো
ম্যাচের বাড়তি সময়ে এলো জয়সূচক গোলটি। সাথে সাথে যেন নিজের কৈশোরে ফিরে গেলেন হোসে মরিনহো। গ্যালারির দিকে দিলেন ভোঁ দৌড়, উদযাপন করলেন নিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে।
কোচিং জীবনে নিজের হাজারতম ম্যাচটির জন্য এরচেয়ে ভালো স্ক্রিপ্ট হয়তো লিখতে পারতেন না মরিনহো নিজেও।
ম্যানেজারের ১০০০তম ম্যাচে রোববার সাসৌলোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোমা। ৯১তম মিনিটে দলের জন্য জয়সূচক গোলটি করেছেন স্টেফান এল শারাউই।
রোববারের এই উন্মত্ত উদযাপন সবাইকে মনে করিয়ে দিয়েছে, ২০০৪ সালে করা 'তরুণ' মরিনহোর এক উদযাপনকে। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিয়ে ওল্ড ট্রাফোর্ডের টাচলাইন ধরে, এভাবেই উদযাপন করেছিলেন তৎকালীন পোর্তো ম্যানেজার মরিনহো।
সে বছরই পর্তুগিজ দলটিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন স্বঘোষিত 'স্পেশাল ওয়ান'।
ম্যাচশেষের উদযাপন সম্পর্কে মরিনহো বলেন, "তখন আমার বয়স আর ৫৮ ছিল না। আমার বয়স নেমে গিয়েছিল ১০, ১২ বা ১৪ বছরে, যখন আপনি সবে ফুটবলে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। আমি একদম ছুটছিলাম। বাচ্চাদের মতো দৌড়াচ্ছিলাম আমি।"
মরিনহো জানান, এই উদযাপনের পর সাসৌলোর কোচ আলেসসিও দিয়োনিসির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
টটেনহাম হটস্পার থেকে বরখাস্ত হওয়ার পর গত মে মাসে ইতালিয়ান দল রোমার দায়িত্ব নেন মরিনহো। গতকাল নিজের মাইলফলক ম্যাচের আগে কিছুটা ভীতি কাজ করছিল বলেও জানান এই পর্তুগিজ কোচ।
"আমি সবাইকে মিথ্যা বলছিলাম। সবাইকে বলছিলাম, এটা তেমন গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ না। হয়তো নিজেকেও সেটা বুঝানোর চেষ্টা করছিলাম," বলেন মরিনহো।
"কিন্তু আসলে এটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এই ম্যাচের বিশেষ মূল্য ছিল আমার কাছে। এবং আমি নিশ্চিত, বাকি জীবন (এ ম্যাচের কথা) মনে রাখবো আমি, কারণ কোচ হিসেবে আমার হাজারতম ম্যাচ ছিল এটি।
"আমি হারতে চাইনি। আমি ভয় পাচ্ছিলাম হারলে সেটাই আমার চিরস্থায়ী স্মৃতি হয়ে থেকে যাবে। যে কারণে আগে থেকেই সবাইকে মিথ্যা কথা বলছিলাম আমি।
"বিশেষ এক অনুভূতি ছিল এটি। সম্ভবত ইশ্বরই সিদ্ধান্ত নিয়েছেন, এরকম বিশেষ এক ম্যাচ নেতিবাচক স্মৃতি নিয়ে শেষ করার দাবিদার না আমি।"
২১ বছর ব্যাপী ম্যানেজারীয় জীবনে অসংখ্য শিরোপা জিতেছেন মরিনহো। যার মধ্যে আছে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি প্রিমিয়ার লিগ, তিনটি লা লিগা এবং দুটি স্কুডেটো (ইতালিয়ান লিগ) শিরোপা।
স্পার্স এবং ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যর্থ হওয়ার পর অনেকেই তার ম্যানেজারীয় ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিল। কিন্তু ইতালিয়ান রাজধানীতে এসে আবার নিজের ছন্দ খুঁজে পেয়েছেন এই পর্তুগিজ। রোমা ম্যানেজার হিসাবে প্রথম পাঁচটি ম্যাচই জিতেছেন স্পেশাল ওয়ান, যা পূর্বে কোনো ক্লাবের সঙ্গেই জিতেননি তিনি।
- সূত্র: বিবিসি।