‘মেসির অবসরের পর টিভি ছুড়ে ফেলে দেব’
চলচ্চিত্রের হ্যারি পটারকে কে না চেনে! তার জাদুর ছোঁয়ায় মন্ত্রমুগ্ধ গোটা দুনিয়া। ফুটবলের হ্যারি পটার কে? উত্তরটি দিয়েছেন ইতালির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভিয়েরি। কিংবদন্তি এই ফুটবলারের চোখে লিওনেল মেসি ফুটবলের হ্যারি পটার।
আর্জেন্টাইন ফরোয়ার্ডের খেলায় তিনি এতোটাই মুগ্ধ যে, মেসি অবসর নিলে আর ফুটবল খেলাই দেখবেন না তিনি। মেসি অবসর নেওয়ার পর টেলিভিশন ছুড়ে ফেলবেন বলে জানিয়েছেন ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতালির জার্সিতে খেলা ভিয়েরি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হয় বার্সেলোনা। উসমান ডেম্বেলে ও মেসির গোলে ম্যাচটি ২-০ গোলে জেতে কাতালানরা। এই ম্যাচে জাদুকর মেসিকেই দেখা গেছে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার আগে গুরুত্বপূর্ণ ৫টি পাস দিয়েছেন তিনি। অন্যান্য সময়েও দুর্বার ছিলেন ছয়বারের ব্যালন ডি'অর জয়ী।
অন্যান্য জায়গার মতো চ্যাম্পিয়ন্স লিগেও গোল করা এবং করানোয় সব সময় উজ্জ্বল মেসি। ২০০৪-০৫ মৌসুমে চাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করা মেসি এখন পর্যন্ত ৩৫টি অ্যাসিস্ট করেছেন। তার চেয়ে এগিয়ে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের পর্তুগিজ সুপার স্টারের অ্যাসিস্ট ৩৮টি।
জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর ভিয়েরি বলেন, 'অসাধারণ এক বার্সেলোনা, ম্যাচটা পুরোপুরি একপেশে ছিল। তারা অনায়াসেই ৬-৭টি গোল দিতে পারতো। দারুণ ফুটবল খেলেছে তারা। মেসি একজন জাদকুর। সে ফুটবলের হ্যারি পটার।'
জাদুকর মেসি বুট জোড়া তুলে রাখলে ভিয়েরিও ফুটবলে আর চোখ রাখবেন না। ছুড়ে ফেলে দেবেন টেলিভিশন। ইতালির হয়ে ৪৯টি ম্যাচ খেলা সাবেক এই স্ট্রাইকার বলেন, 'সে ফুটবল ছাড়ার পর আমি আমার টেলিভিশন ছুড়ে ফেলে দেব। টেলিভিশনে আর কাজও করব না। তখন আমি নেটফ্লিক্স দেখব, কারণ সে খেলা ছাড়লে ফুটবলে দেখার মতো আর কিছু থাকবে না।'