‘শুধু আমাকে নয়, আপনারা বাংলাদেশকে জিতিয়েছেন’
আইসিসির 'প্লেয়ার অব দ্য মান্থ' এর মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সেরার মুকুট জিতেছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার। দারুণ এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুশফিক আইসিসিসহ ভোট দেওয়া সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
মুশফিকের মতে, ভোট দিয়ে কেবল তাকেই নয়, বাংলাদেশকে জিতিয়েছেন ক্রিকেটভক্তরা। মাসের সেরা হয়ে এবার বছর সেরায় চোখ জাতীয় দলের এই ব্যাটিং কান্ডারির। পুরো বছর ধরে এমন পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করে যাবেন বলে জানিয়েছেন মুশফিক।
গণমাধ্যমকে পাঠানো একটি ভিডিও বার্তায় উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেছেন, 'ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আইসিসিকে, মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত করার জন্য। তার চাইতেও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন।'
ভিডিওতে মুশফিক আরও বলেন, 'আমি মনে করি এটা শুধু আমার নাম নয়, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন। আমার চেষ্টা থাকবে শুধু মাসসেরা ক্রিকেটার হিসেবে নয়, আমার এ পারফরম্যান্স যেন সারা বছরজুড়ে বজায় থাকে। অনেক ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।'
মাসের সেরার লড়াইয়ে মুশফিক পেছনে ফেলেছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার তরুণ স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।
গত মাসে ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং ভরসা ছিলেন মুশফিক। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ তৈরি করে বাংলাদেশ।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলেন মুশফিক। দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট হয়ে ওঠে আরও ধারালো। তার ১২৫ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
তৃতীয় ওয়ানডেতে হাসেনি মুশফিকের ব্যাট। ২৮ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও ম্যাচ জিততে পারেনি। ৯৭ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তিন ম্যাচে ২৩৭ রান করা মুশফিক জেতেন সিরিজ সেরার পুরস্কার।