‘সত্যি সে এক টুকরো বেহেশত’
দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। গত ২৪ এপ্রিল পৃথিবীর আলো দেখেছে সাকিবের দ্বিতীয় মেয়ে ইরাম হাসান। সেদিন খবরটি জানাননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার পরিবারসূত্রে খবরটি জানা গিয়েছিল।
কয়েকদিন পর সাকিব আল হাসান দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের খবর জানালেন। দ্বিতীয় মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
সাকিব তার পোস্টে লিখেছেন, '২৪ এপ্রিল, শুক্রবার, রমজান মাসের প্রথম দিনের ফজরের (যুক্তরাষ্ট্রের সময় ভোর ৫টা ৮ মিনিট) সময় আমাদের আরেকটি কন্যা সন্তান হয়েছে। মহান আল্লাহর তরফ থেকে আরেকটি উপহার। আমরা তার নাম রেখেছি ইরাম হাসান, যার অর্থ জান্নাত। সত্যি সে এক টুকরো বেহেশত, আলহামদুলিল্লাহ।'
করোনারভাইরাসের প্রকোপের মাঝেই যুক্তরাষ্ট্র যান সাকিব। সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতেই তখন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্র যান তিনি। মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্র গিয়ে ১৪ দিন হোটেলে নিজেকে বন্দি রাখেন সাকিব। ভ্রমণ করায় এই সতর্কতা অবলম্বন করেন তিনি।
সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনা হাসানের জন্মও যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব।