র্যাঙ্কিংয়ে তামিম-লিটনের উন্নতি
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ দুর্দশায় কাটলেও ওয়ানডেতে দারুণ সময় গেছে বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শেষ দুই ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। এর প্রভাব পড়েছে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডের র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা সব সময়ের মতো বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে দুই ধাপ করে উন্নতি হয়েছে তামিম ও লিটনের।
দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন তামিম। ৪ উইকেটের জয় পাওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে অভিজ্ঞ এই ওপেনারের ব্যাট থেকে আসে ৩৪ রান। এই পারফরম্যান্সে ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন তামিম। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তামিম।
গত সপ্তাহের র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের মধ্যে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, ১৬ নম্বরে ছিলেন তিনি। কিন্তু হজ করতে পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেন তিনি। অভিজ্ঞ এই ব্যাটসম্যান দুই ধাপ পিছিয়ে যৌথভাবে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে ১৮ নম্বরে আছেন।
দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৩২ রান করা লিটন শেষ ওয়ানডেতে করেন ৫০ রান। এই পারফম্যান্সে দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন তিনি। তার আগের স্থানটিই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।
বোলার র্যাঙ্কিয়ে সেরা দশের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার ছয় নম্বর জায়গাটি ধরে রেখেছেন। ভারতের জাসপ্রিত বুমরাহকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আজম ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান ধরে রেখেছেন।