মাহমুদউল্লাহকে সরিয়ে জিম্বাবুয়ে সফরে সোহানকে অধিনায়ক করলো বিসিবি
দল ব্যর্থতার বৃত্তে বন্দি, নিজের ব্যাটে নেই রান; এমন অবস্থায় প্রবল সমালোচনার মুখে টেস্ট অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান মুমিনুল হক। একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তার আলোচনাটা দীর্ঘ হলো না। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার দুদিন পরই সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে মাহমুদউল্লাহকে সরিয়ে দেওয়া হলো। আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
জিম্বাবুয়ে সফরের দল ও অধিনায়কত্বের বিষয় নিয়ে শুক্রবার দুপুরে মাহমুদউল্লাহর সঙ্গে বেঠকে বসেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাক। বৈঠক শেষে অধিনায়ক পরিবর্তনের ঘোষণা দেন জালাল ইউনুস।
কেবল অধিনায়কত্ব থেকেই নয়, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তবে ওয়ানডে দলে রাখা হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। মাহমুদউল্লাহর পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে কদিন আগেই অবসর নিয়েছেন। এ ছাড়া সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে সিরিয়রদের ছাড়াই টি-টোয়েন্টি দল গড়েছে বিসিবি।
মাহমুদউল্লাহর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর জালাল ইউনুস বলেন, 'আপনারা জানেন সামনে আমাদের জিম্বাবুয়ে সিরিজ আছে। সেখানে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলা আছে। টি-টোয়েন্টি দল নিয়ে আমাদের কিছু ইস্যু ছিল। ক্রিকেট বোর্ডে কয়েকদিন ধরে আমরা আলাপ আলোচনা করছি টি-টোয়েন্টি দল নিয়ে। কারণ আপনারা জানেন যে, টেস্ট ও টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে সেভাবে আমরা উন্নতি করতে পারছি না। যেহেতু সামনে প্রথম টি-টোয়েন্টি সিরিজ আছে, সে কারণে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল ক্রিকেট বোর্ডের।'
অধিনায়ক পরিবর্তনের বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, 'টি-টোয়েন্টিতে আমাদের মাহমুদউল্লাহ রিয়াদ অধিনায়ক ছিল। কয়েকদিন ধরে আলোচনা চলছিল অধিনায়কত্ব ইস্যু নিয়ে। সম্মানের সঙ্গে আমরা রিয়াদকে ডেকেছিলাম, টি-টোয়েন্টি দল নিয়ে আলাপ করেছি। তার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা একটা নতুন দল পাঠাতে চাচ্ছি জিম্বাবুয়েতে। এর মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড়ও থাকছে না। আসলে দেখার জন্য তাদেরকে (তরুণদের) পাঠানো হচ্ছে।'
'এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজ মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কী হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।' যোগ করেন জালাল ইউনুস।
নতুনদের ওপর আস্থা রাখলেও এটা তাদের জন্য পরীক্ষা। এই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জিম্বাবুয়ের উদ্দেশে আগামী ২৬ জুলাই রাতে রওনা দেবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। ম্যাচ তিনটি হারারে স্পোর্টস ক্লাবে ৩০, ৩১ জুলাই ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে।