রোনালদোকে দলে নিতে চেলসিকে পিটারসেনের অনুরোধ
ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির বড় সমর্থক কেভিন পিটারসেন। ব্লুজদের সমর্থন জানিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। প্রিয় ক্লাবের ভালো-মন্দ নিয়েও ভাবেন তিনি। সেই ভাবনা থেকেই তার মনে হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে চাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানো উচিত চেলসির। এ জন্য চেলসিকে অনুরোধও করেছেন পিটারসেন।
ম্যান ইউতে থাকতে চান না রোনালদো। পর্তুগালের তারকা এই ফুটবলারের ভবিষ্যত আলোচনায় মুখর ফুটবল দুনিয়া। এই আলোচনায় অংশ নিয়েছেন পিটারসেন। রোনালদোকে দলে নিতে চেলসিকে আহ্বান জানিয়েছেন তিনি। এক টুইটে সাবেক এই ব্যাটসম্যান লিখেছেন, 'প্লিজ, রোনালদোর সঙ্গে চুক্তি করো চেলসি।'
গত মৌসুমটা ভালো যায়নি ম্যান ইউর। ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করে রেড ডেভিলরা। যে কারণে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না প্রিমিয়ার লিগ জায়ান্টদের। এটাই মূলত হতাশ করে তুলেছে রোনালদোকে, ক্লাব ছাড়ার কথা সবাইকে জানিয়ে দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী।
রোনালদোর মতো তারকা ফুটবলারকে দলে ভেড়াতে রেসে নামবে সব ক্লাব, এমনই ধারণা ছিল সবার। কিন্তু তেমন হয়নি। এই প্রথম রোনালদোকে দলে নিতে অনাগ্রহ দেখা গেছে চেলসি, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও পিএসজির মতো বড় ক্লাবগুলোর। ম্যান ইউ কোচ এরিক টেন হ্যাগ অবশ্য বারবার এ ব্যপারে একটি কথাই বলে এসেছেন, 'রোনালদো বিক্রির জন্য নয়।'
ম্যান ইউর শীর্ষ গোলদাতা হিসেবে গত মৌসুম শেষ করেন রোনালদো। এরপরও নতুন কোচ হিসেবে হ্যাগ দায়িত্ব নেওয়ার পর একটি বিষয় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হচ্ছে যে, রোনালদোর ম্যান ইউ থেকে বিদায়ে হ্যাগের সামনে নতুনভাবে দল গঠনের একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে।
ইতোমধ্যেই রোনালদোবিহীন প্রাক মৌসুমে এশিয়া ও অস্ট্রেলিয়া সফরে নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে ম্যান ইউ। এই সফরে লিভারপুল, মেলবোর্ন ভিক্টরি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্টরা।