খেলা রেখে লন্ডনে ঘুরতে গিয়ে নিষিদ্ধ সোমা ও মৌ
কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পর বেশ সময় পেরিয়ে গেছে। বিষয়টি এতোদিন আড়ালেই ছিল। অবশেষে তা সামনে এলো। বিষয়টি সামনে আসতেই শাস্তি দেওয়া হলো বাংলাদেশের দুই টেবিল টেনিস খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌকে।
বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের টেবিল টেনিস দ্বৈতে অংশ নেওয়ার কথা থাকলেও তারা নেননি। খেলা বাদ দিয়ে এ দু'জন লন্ডনে ঘুরতে যান। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমা ও মৌকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। দুইজনকে ঘরোয়া প্রতিযোগিতায় দুই বছর এবং আন্তর্জাতিক পর্যায়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত ৫ আগস্ট মেয়েদের দ্বৈতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ছিল। কিন্তু সোমা ও মৌ ছিলেন না সেখানে। তারা কোর্টে না নামায় ওয়াকওভার পায় ইংল্যান্ড। এই ডিসিপ্লিন থেকে বিদায় নেয় বাংলাদেশ।
সেদিন সোমা আর মৌ ফেডারেশনের কারও ফোনও রিসিভ করেননি।
অবশ্য এই ম্যাচের আগের দিন চোট পাওয়ায় সোমার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু চিকিৎসা নিলে এই ম্যাচে সোমা খেলতে পারতেন বলে জানিয়েছেন বাংলাদেশ টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
তিনি বলেছেন, 'সোমা চোট পাওয়ার পর ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার জানিয়েছিলেন, চিকিৎসা নিয়ে পুরো বিশ্রাম পেলে সে সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে। সেই অনুযায়ী ওই রাতে আমরা টিম মিটিংও করি।'
'কিন্তু পরের দিন ম্যাচের আগে সোমা ও মৌ কেউ আমাদের ফোন রিসিভ করেনি। একপর্যায়ে এসএমএসে জানায়, তারা আশেপাশেই আছে। পরে ঠিক ম্যাচ চলাকালীন সময়ই ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তাদের লন্ডনে থাকার কথা জানা যায়', যোগ করেন তিনি।
গত শনিবার ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উঠে আসে সোমা ও মৌয়ের ঘুরতে যাওয়ার বিষয়টি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে দুজনকে ঘরোয়া প্রতিযোগিতায় দুই বছর এবং আন্তর্জাতিক পর্যায়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় বলে জানান জাহাঙ্গীর।