র্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ, সাকিব-আফিফের উন্নতি
সংযুক্ত আরব আমিরাতে চলমান টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে সময়টা ভালো যায়নি বাংলাদেশের। টানা দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। সুপার ফোরের টিকেট কাটতে না পারলেও কিছু ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। যে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে।
গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। যা বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বোলারদের র্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব ও আফিফ হোসেন ধ্রুবর। এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ইনিংস সেরা ৩৯ রান করেন আফিফ। এই ইনিংসে র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান, ৫০তম স্থানে আছেন তিনি।
ওই ম্যাচে ২২ বলে ২৪ রান করা সাকিব এক ধাপ এগিয়েছেন, বাংলাদেশ অধিনায়ক এখন ৬৭তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সেরা অবস্থান মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ২৭ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান ২ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।
চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি লিটন কুমার দাসের। এক ধাপ পিছিয়েছেন তিনি, ৫৪তম স্থানে আছেন ডানহাতি এই ওপেনার। নাঈম শেখের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে আছেন এই বাঁহাতি।
বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন। লঙ্কানদের বিপক্ষে দারুণ বোলিংয়ে ২৪ রানে দিয়ে ২ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার এগিয়েছেন ২৮ ধাপ। পাকিস্তানের হাসান আলীর সঙ্গে যৌথভাবে ৭২ নম্বরে আছেন তিনি।
বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থান শেখ মেহেদি হাসানের। ডানহাতি এই অফ স্পিনার আগের মতো ১৬ নম্বরেই আছেন। দুই ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানের, ২৯ নম্বরে আছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থানের অপরিবর্তিত, ১৯ নম্বরেই আছেন বাঁহাতি এই স্পিনার।