ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে কাল দুবাই যাবে বাংলাদেশ
জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের সাথে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের 'সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সিরিজ' খেলতে আগামীকাল (২২ সেপ্টেম্বর) দুবাই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
কাল বিকাল সাড়ে ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। আগামী ২৮ তারিখ পর্যন্ত দুবাইতে অবস্থান করবেন তারা।
২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।
এই টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকবেন- নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী,হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, রিশাদ হোসেন।