চেন্নাই সফরে বিসিবি একাদশের অধিনায়ক মিঠুন, দলে মুমিনুল-তাইজুল
চেন্নাই সফরের জন্য বিসিবি একাদশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে। দলে রাখা হয়েছে বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলামকে।
তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে আগামী ৯ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবেন মিঠুন-মুমিনুলরা। বিসিবি একাদশ বলা হলেও এটা মূলত বাংলাদেশ 'এ' দল।
ফর্মে ফেরাতেই এই সফরে বিসিবি একাদশে রাখা হয়েছে মুমিনুলকে। অফ-ফর্মের কারণে অধিনায়কত্ব হারান জাতীয় দলের হয়ে ৫৪ টেস্ট খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান। কেবল অধিনায়কত্ব হারানোই নয়, দলেও জায়গা নড়বড়ে হয়ে পড়েছে মুমিনুলের।
চারদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। ১২-১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ১৯-২২ অক্টোবর। এরপর ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে।
এ মাসেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ 'এ' দলের। কিন্তু সিরিজটি পিছিয়ে যায়। তখন থেকেই 'এ' দলের জন্য বিকল্প সিরিজ আয়োজনের চেষ্টা করছিল বিসিবি। শেষ পর্যন্ত চেন্নাই সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়।
চারদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ ও এনামুল হক।
একদিনের ম্যাচের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক বিজয়, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী, তৌহিদ হৃদয়, আকবর আলী, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।