ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক
লক্ষ্য খুব একটা বড় ছিল না, ব্যাটিং করতে নেমে ৫টি উইকেট হারালেও জয়ের পথেই ছিল ইংল্যান্ড। কিন্তু বাগড়া দিলো বৃষ্টি, যা আয়ারল্যান্ডের জন্য হয়ে উঠলো আশীর্বাদ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বৃষ্টির হানা, এই দুইয়ে মিলে হাসি ফুটলো আইরিশদের মুখে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের উল্লাসে মাতলো আয়ারল্যান্ড।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ১৫৭ রান তাড়ায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলে ইংল্যান্ড। এরপর বৃষ্টি শুরু হলে আর খেলা হয়নি। বৃষ্টি আইনে ইংলিশরা ৫ রানে পিছিয়ে থাকায় আয়ারল্যান্ড জিতে যায়।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। ম্যাচসেরার পুরস্কার জেতা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও লরক্যান টাকারের ব্যাটে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে তারা। জবাবে ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান দরকার ছিল তাদের। এমন সময়ে বৃষ্টি শুরু হয়। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে বৃষ্টি আইনের হিসেব কষা হয়। তাতে ৫ রানে পিছিয়ে থাকায় হার মেনে নিতে হয় ইংল্যান্ডকে।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় বলেই ফিরে যান অধিনায়ক জস বাটলার। আরেক ওপেনার অ্যালেক্স হেলসও বেশি সময় টিকতে পারেননি। দলীয় ১৪ রানে আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন তিনি।
এক পাশ আগলে লড়াই করতে থাকা দাভিদ মালানকে সঙ্গ দিতে পারেননি বেন স্টোকস। ৮ বলে ৬ রান করে বিদায় নেনন তিনি। ২৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড ১১তম ওভারে গিয়ে হারায় হ্যারি ব্রুককে। ২১ বলে ১৮ রান করে আউট হন তিনি। মঈন আলীর সঙ্গে জুটি বেধে এগোতে থাকা মালানের বিদায়ে ইংল্যান্ডের চাপ বাড়ে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৭ বলে ২টি চারে ৩৮ রান করে আউট হন।
এরপর লিয়াম লিভিংস্টোনকে এক পাশে রেখে ঝড় তোলেন মঈন। কিন্তু বৃষ্টি বাধায় বেশিক্ষণ তা চলেনি। ১২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন ইংলিশ এই অলরাউন্ডার। আইরিশ পেসার জশ লিটল ৩ ওভারে ১৬ রান খরচায় ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জর্জ ডকরেল।
এর আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বালবার্নি। ডানহাতি এই ওপেনার ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন। ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন লরক্যান টাকার। এ ছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডিলানি ১২ রান করেন। ইংল্যান্ডের মার্ক উড ও লিভিংস্টোন ৩টি করে উইকেট পান। স্যাম কারান ২টি ও বেন স্টোকস একটি উইকেট নেন।