শেষ ৫ ওভারে ৪৭ রান, জিম্বাবুয়ের লক্ষ্য ১৫১
ব্রিসবেনে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ৩য় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। একাদশে পরিবর্তন একটি, মেহেদি হাসান মিরাজ এর জায়গায় খেলছেন ইয়াসির আলি।
প্রতিপক্ষ জিম্বাবুয়ের একাদশেও পরিবর্তন একটি, লুক জংগউই এর পরিবর্তে খেলছেন টেন্ডাই চাতারা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেইন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেইন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন, সীন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, মিলটন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভানস, ব্লেসিং মুজরাবানি।
(সকাল ১০:৪৮ মিনিট)
ব্রিসবেনে জেতার জন্য জিম্বাবুয়েকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩২ রান করার পরে সাকিব এবং শান্ত কিছুটা স্থিরতা আনেন দলের ব্যাটিংয়ে। সাকিব ২০ বলে ২৩ রান করে আউট হবার পরে রানের চাকা সচল রাখার দায়িত্ব নেন শান্ত। এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম অর্ধশতক তুলে নেয়ার পাশপাশি দলীয় সংগ্রহকে সম্মানজনক অবস্থায় নিয়ে যান তিনি। ৫৫ বলে ৭১ রান করে শান্ত আউট হবার পরে ইনিংস ফিনিশিং এর দায়িত্ব নেন আফিফ। আফিফের ১৯ বলে ২৯ রানের ইনিংসের সুবাদে শেষ ৫ ওভারে বাংলাদেশ ৪৭ রান সংগ্রহ করে। জিম্বাবুয়ের পক্ষে এনগ্রাভারা এবং মুজারাবানি ২ টি করে উইকেট তুলে নেন।
(সকাল ১০:১৫ মিনিট)
পাওয়ার প্লে তে সৌম্য এবং লিটনের উইকেট হারানোর ধাক্কা সামলে নিয়েছেন শান্ত আর সাকিব, তবে রান রেট একদমই আশা জাগানিয়া নয়। এর মধ্যে আউট হয়েছেন সাকিব, হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। যেটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের কারোর প্রথম অর্ধ শতক। তবে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি কেউই, ৫০ রান করতে শান্ত খেলেছেন ৪৫ বল।
(সকাল ৯:৫০ মিনিট)
এদিকে, খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারিয়েছেন সৌম্য এবং পঞ্চম ওভারে লিটন। পাওয়ার প্লে'র ৬ ওভারে আশানুরূপ রান তুলতে না পারলেও ইনিংস গড়ার কাজটা সামলে নিয়েছেন শান্ত ও সাকিব। পাওয়ার প্লেতে সৌম্য এবং লিটনের উইকেট হারিয়ে কেবল ৩২ রান তুলতে পেরেছে টাইগাররা। ১০ ওভার পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করেছে বাংলাদেশ। শান্ত ব্যাট করছেন ৩১ রানে, সাকিবের খাতায় যোগ হয়েছে ১৭ রান। শান্ত-সাকিবের পার্টনারশিপ দাঁড়িয়েছে ৩১ রানে।