‘বিশ্বকাপে অনেক সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে’
দক্ষিণ আফ্রিকার বিদায়ে সেমি-ফাইনাল খেলার তুলনামূলক সহজ পথ মিলেছিল বাংলাদেশের। পাকিস্তানকে হারাতেই পারলেই শেষ চারের টিকেট মিলতো। কিন্তু অ্যাডিলেড ওভালে হতাশার পারফরম্যান্সে ৫ উইকেটের হার মেনে নিতে হয় বাংলাদেশ। নিজেদের পারফরম্যান্স নিয়ে তো হতাশা আছেই, আছে আম্পায়ারের সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ার আক্ষেপও।
সাকিব আল হাসানের আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টিভি রিপ্লেতে দেখা গেছে বল ব্যাটে লেগেছে। কিন্তু আম্পায়ার এলবিডব্লিউতে সাকিবকে আউট দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। এবাদত হোসেনের মতে, এমন আউট মেনে নেওয়ার মতো নয়। ডানহাতি এই পেসারের দাবি, এবারের বিশ্বকাপে কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে।
ম্যাচের এবাদত বলেন, 'এ রকম একটা আউট মেনে নেওয়ার মতো না। শেষ ম্যাচেও ভুল সিদ্ধান্ত হয়েছে, অনেকগুলোই আমাদের বিপক্ষে গেছে। এমন সিদ্ধান্ত যদি প্রতি ম্যাচে হয়, তাহলে আমাদের মতো দলের ফিরে আসা কঠিন। সাকিব ভাই আমাদের অন্যতম অভিজ্ঞ ক্যাম্পেইনার, উনার আউট এমন হলে আমাদের জন্য বড় ক্ষতি।'
সাকিব উইকেটে থাকলে বাংলাদেশের ইনিংসের চেহারা অন্যরকম থাকতো জানিয়ে এবাদত বলেন, 'সাকিব ভাই যদি উইকেটে থাকতেন, তাহলে আমাদের বাকি উইকেটগুলো পড়তো না। উনার উইকেট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। উনার উইকেটের পরই কিন্তু আরও দুটি উইকেট পড়ে গেছে। উনি যদি উইকেটে থাকতেন, সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসলে তো বাকি উইকেটগুলো পড়তো না।'
আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই, ভারতের বিপক্ষে ভেজা আউট ফিল্ডে খেলা নিয়ে বলেছিলেন সাকিব। এবাদতও তেমনই বললেন, 'দেখেন, আম্পায়ার দেখেও দেখছে না। দেখেও ভুল করছে। এগুলো তো আমাদের বিপক্ষে যাচ্ছে সবকিছু। সব সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে।' বাংলাদেশ-ভারত ম্যাচে ফেক ফিল্ডিং করেন বিরাট কোহলি। এ নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।