দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল
দেশে ফিরেছে বাংলাদেশ দলঃ
অম্লমধুর এক বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার রাতে দেশে এসে পৌঁছায় ক্রিকেটারদের ফ্লাইট।তবে অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটকিপার নুরুল হাসান এবং মেহেদী হাসান মিরাজ ফেরেননি দলের সাথে। সাকিব যুক্তরাষ্ট্রে গেছেন পরিবারকে সময় দিতে। সোহান এবং মিরাজ থেকে গেছেন অস্ট্রেলিয়াতেই।
কোচিং স্টাফদেরও ছুটি দেয়া হয়েছে কিছুদিনের জন্য। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের চুক্তি ছিলো এই বিশ্বকাপ পর্যন্ত, তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত বিসিবির বোর্ড সভায় নেয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগ এর দায়িত্বে থাকা জালাল ইউনুস।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথমবারের মতো দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠার আশা জাগিয়েও ছোট ছোট ভুলে হতাশ হতে হয়েছে সাকিব বাহিনীকে।
তবে হতাশা ভুলে বিশ্রাম কাটিয়ে দ্রুতই মাঠে ফিরতে হবে খেলোয়াড়দের। সামনেই যে ভারতের বিপক্ষে হোম সিরিজ! পূর্ণশক্তির ভারতের বিপক্ষে ৩ ডিসেম্বর থেকে ৩টি ওডিআই এবং ২টি টেস্ট খেলবে বাংলাদেশ। এখন কেবল সেটিরই প্রতিক্ষা।