টেস্ট দলে নতুন মুখ জাকির, ফিরলেন মুশফিক-তাসকিন
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি। দলে নতুন মুখ জাকির হাসান।
হজ্জ্বে যাওয়ার জন্য এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মুশফিক।
ইনজুরির জন্য খেলতে পারেননি তাসকিন এবং ইয়াসির।
এছাড়া দলে নেই তামিম ইকবাল, কুচকির চোটের কারণে ওয়ানডে সিরিজ খেলছেন না তামিম, প্রথম টেস্টও খেলতে পারবেন না তিনি। চোট কাটিয়ে ফিরে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা সেটিও নিশ্চিত নয়।
ভারতের বিপক্ষে ১৭ সদস্যের বাংলাদেশ টেস্ট দলঃ
মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি, মমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেইন, শরিফুল ইসলাম, জাকির হাসান, আনামুল হক বিজয় এবং রেজাউর রহমান রাজা।