বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিতে ইশান কিশানের বিশ্ব রেকর্ড
বল হাতে যেমন শুরু করে বাংলাদেশ, তাতে দারুণ কিছুর আভাসই মিলেছিল। ১৫ রানেই শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু বাংলাদেশের সাফল্য আর ভারতের ব্যর্থতা এতোটুকুই। এরপর অন্য গল্প, যেখানে নায়কের নাম ইশান কিশান, পার্শ্ব নায়ক বিরাট কোহলি। জুটির রেকর্ড, রানবন্যা সবই হলো। মহাকাব্যিক এক ইনিংস খেলে ওয়ানডে ইতিহাসের অনেকগুলো রেকর্ড নিজের করে নিলেন কিশান।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের জন্য ভারতের এই তরুণ ব্যাটসম্যান হয়ে উঠলেন যমদূত। কোনো কিছুতেই বাধা গেল না তাকে। অপ্রতিরোধ্য কিশান খুনে ব্যাটিংয়ে খেললেন ১৩১ বলে ২৪টি চার ও ১০টি ছক্কায় ২১০ রানের ঐতিহাসিক এক ইনিংস। তাতে গড়া হয়ে গেল বিশ্ব রেকর্ড, সেটাও কয়েকটি।
ওয়ানডে ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন ২৪ বছর বয়সী কিশান। এলিট এই তালিকায় নাম তোলার দিন রেকর্ড বই এলোমেলো করে দিয়েছেন তিনি। একটা একটা করে শুরু করা যাক। ক্যারিবীয় ব্যাটিং ঝড় ক্রিস গেইলের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন কিশান। ১২৬ বলেই তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। গেইল করেছিলেন ১৩৮ বলে।
ওয়ানডে ইতিহাসে কিশানের ইনিংসটিসহ ডাবল সেঞ্চুরি হয়েছে ৯টি। এর মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে এই কীর্তিতে নাম লেখালেন কিশান। সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরি করার আগের রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। ২৬ বছর ১৮৬ দিনে ডাবল সেঞ্চুরি করেন তিনি। কিশানের ইনিংসটি ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার ও রোহিত শর্মার তিন ডাবল সেঞ্চুরির পরের দুটি ইনিংসকে।
তরুণ এই বাঁহাতি ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচই খেলেছেন ৯টি, এটা তার দশম ম্যাচ। আগে তিনটি হাফ সেঞ্চুরি করলেও ছিল না সেঞ্চুরি। সাগরিকায় প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দিনই সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন ভারতের প্রতিভাবান এই ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে আর কোনো ব্যাটসম্যান নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে পরিণত করতে পারেননি। সবচেয়ে কম ইনিংস (৯ ইনিংস) খেলে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও তিনি। ফকর জামান করেছিলেন ১৭তম ইনিংসে।
বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন কিশান। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল চার্লস কভেন্ট্রির, ১৯৪ রানের হার নামা ইনিংস খেলেছিলেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। বাংলাদেশের মাটিতেও এটা প্রথম ডাবল সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল শেন ওয়াটসনের, অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার করেন ১৮৫ অপরাজিত ইনিংস।
আজকের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এটা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ রানের ইনিংসটি লিটন কুমার দাসের, ১৩৬ রান করেছিলেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটসম্যান। কিশানের রেকর্ড গড়া ইনিংসটি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এতোদিন রেকর্ডটি ছিল বীরেন্দর শেবাগের, ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইনিংসে সবচেয়ে বেশি ২৪টি বাউন্ডারি মেরেছেন কিশান। এর আগে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান মারেন ২২টি। ইতিহাস গড়া ইনিংস খেলার পথে কোহলির সঙ্গে ২৯০ রানের জুটি গড়েন কিশান। যা যেকোনো উইকেটে যেকোনে দলের জন্য বাংলাদেশর বিপক্ষে সর্বোচ্চ।