সাগর পাড়ে ধুঁকছে বাংলাদেশ
৫ রানেই নেই দুই উইকেট, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই দিশেহারা হয়ে ওঠে বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করা লিটন কুমার দাসকে সাবলীল দেখাচ্ছিল। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে যাচ্ছিলেন তিনি। কিন্তু লড়াইটা দীর্ঘ হয়নি তার। কিছুক্ষণ পরই ফিরে যান লিটন, এরপর থামেন জাকিরও।
চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান ম্যাচে শুরুর মতো আবারও দিকহারা হয়ে পড়েছে বাংলাদেশ। ১৯ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছে ঘরের মাঠের দলটি। অধিনায়ক সাকিব ২ ও মুশফিক ৯ রানে ব্যাটিং করছেন।
৩০ বলে ৫টি চারে ২৪ রান করা লিটন দুর্ভাগ্যজনকভাবে আউট হয়েছেন। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি ডেলিভারি ডিফেন্স করলেও বল ব্যাটে লেগে ড্রপ দিয়ে গিয়ে স্টাম্প ভেঙে দেয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা জাকির ৪৫ বলে ২০ রান করে সিরাজেরই শিকারে পরিণত হন। বাংলাদেশের যাওয়ার ৪ উইকেটের ৩টিই নিয়েছেন তিনি, বাকি উইকেটটি পেয়েছেন আরেক পেসার উমেশ যাদব।
ব্যাটিংয়ে নেমেই দিশেহারা বাংলাদেশ
সমানে সমান অবস্থা থাকার পরও চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ছিল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার আক্ষেপ। দ্বিতীয় দিন বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করেছেন ভারতের শেষ দিকের ব্যাটসম্যানরা। এবার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দিশেহারা সাকিব আল হাসানের দল।
ভারতের করা ৪০৪ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ফিরে যান নিজের ছায়া হয়ে থাকা নাজমুল হোসেন শান্ত ও চট্টগ্রামের ঘরের মাঠের ছেলে ইয়াসির আলী রাব্বি। শুরুতেই দিক হারিয়ে ফেলা দলকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন অভিষিক্ত জাকির হাসান ও লিটন কুমার দাস।
এ দুজনের ব্যাটে ১০ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান। জাকির ৯ ও লিটন ২৪ রানে অপরাজিত আছেন। অনেকটা ওয়ানডে মেজাজে খেলছেন লিটন, এই রান তুলতে তার খরচা ২৬ রান। এর আগে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া লেংথ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
হতাশা বাড়ে দুই ওভার পরই। চতুর্থ ওভারে উপড়ে যায় প্রথমবারের মতো তিন নম্বরে নামা ইয়াসিরের স্টাম্প। এবার শিকারির ভূমিকায় ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদব। ডানহাতি এই পেসারের ১৩৯ কিলোমিটারের শর্ট লেংথ ডেলিভারিতে ব্যাটে চালিয়ে ইনসাইড এজ হন ইয়াসির, ভেঙে যায় স্টাম্প। ১৭ বলে ৪ রান করে থামেন তিনি।
এর আগে আজ দেড় সেশনের মতো ব্যাটিং করা ভারত শেষের চার উইকেট থেকে পায় ১২৬ রান। টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ সেঞ্চুরি করা অশ্বিন খেলেন ৫৮ রানের ইনিংস। ৪০ রান করেন কুলদীপ। এ ছাড়া উমেশ ১৫ রানের অপরাজিত থাকেন। বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ ৪টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান দুই পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন।