বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত
প্রথম ইনিংসেই মেলে ২৫৪ রানের বিশাল লিড। দ্বিতীয় ইনিংসে দীর্ঘক্ষণ ব্যাটিং না করলেও চলতো ভারতের। এরপরও একেবারে কম সময় ব্যাটিং করলো না সফরকারীরা। তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ৬১.৪ ওভার ব্যাট চালালো তারা। তাতে বাংলাদেশের সামনে দাঁড়ালো পাহাড় সমান লক্ষ্য। যা পাড়ি দেওয়া আদতে অসম্ভবই সাকিব আল হাসানের দলের জন্য, জিততে হলে বিশ্ব রেকর্ড গড়তে হবে তাদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুভমান গিল ও চেতেশ্বর পূজারার সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৩, যা পাড়ি দেওয়া প্রায় অসম্ভব। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান পাড়ি দিয়ে জিতেছিলো ক্যারিবীয়রা। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ২১৭, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৯ সালে।
প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৪০৪ রান তোলে ভারত। জবাবে হতাশার ব্যাটিং করা বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ৮ উইকেটে ১৩৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ পরের দিন ১৭ রান তুলতেই বাকি দুই উইকেট হারায়। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান ২৮, যা করেন মুশফিকুর রহিম। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন মেহেদী হাসান মিরাজ। আরও চারজন দুই অঙ্কে গেলেও কেউ ২৪ রানের বেশি করতে পারেননি। এ ছাড়া চারজন যেতে পারেননি দুই অঙ্কে।
দ্বিতীয় ইনিংসে সাবলীল শুরু হয় ভারতের। উদ্বোধনী জুটিতে ৭০ রান যোগ করেন অধিনায়ক লোকেশ রাহুল ও শুভমান গিল। লোকেশ ২২ রান করে ফেরার পর জুটি বাধেন শুভমান ও জেতেশ্বর পূজারা। দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এর মাঝে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন শুভমান। ডানহাতি এই ব্যাটসম্যান ১৫২ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১১০ রান করে মিরাজের বলে আউট হন।
এরপর বাকিটা সময় ব্যাটিং করেন পূজারা ও বিরাট কোহলি। বোঝাই যাচ্ছিল, পূজারার সেঞ্চুরির জন্যই ইনিংস ঘোষণা করতে দেরি করছে ভারত। ডানহাতি এই ব্যাটসম্যান ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি পূর্ণ করতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক লোকেশ রাহুল। ভারতের টেস্ট দলের অন্যতম ব্যাটিং ভরসা পূজারা ১৩০ বলে ১৩টি চারে ১০২ রানে অপরাজিত থাকেন। কোহলি অপরাজিত থাকেন ১৯ রানে। এই ইনিংসে একটি করে উইকেট নেন খালেদ ও মিরাজ।