‘আগামী বিশ্বকাপে মেসির জায়গা থাকা উচিত’
'কাতার বিশ্বকাপই হবে আমার শেষ বিশ্বকাপ'- বেশ আগেই এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। সেই হিসেবে ফ্রান্সের বিপক্ষে ফাইনালটিই বিশ্বকাপে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের শেষ ম্যাচ ছিলো। কিন্তু শিরোপা জয়ের পর প্রিয় শিষ্যকে ছাড়তে আর মন চাইছে না লিওনেল স্কালোনির।
আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, আগামী বিশ্বকাপে মেসির জায়গা থাকা উচিত। আর খেলে যেতে চাইলে আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সিটা সব সময় মেসির জন্য থাকবে। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকার রোমাঞ্চে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জেতার পর এমন মন্তব্য করেছেন স্কালোনি।
বিশ্বকাপে খেলার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তে এখনও আগের অবস্থানেই আছেন মেসি। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল জেতা বিশ্বসেরা এই তারকা ফাইনালের পর জানিয়েছেন, আর্জেন্টিনা দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। স্কালোনি মনে করেন, সেটা আগামী বিশ্বকাপ পর্যন্তও হতে পারে।
স্বপ্নের শিরোপা হাতে পাওয়ার পর মেসির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের স্কালোনি বলেন, 'আগামী বিশ্বকাপে মেসির জায়গা থাকা উচিত। সে যদি খেলা চালিয়ে যেতে চায়, ১০ নম্বর জার্সিটা সব সময় তারই থাকবে।' স্কালোনির আশা, ২০২৬ বিশ্বকাপেও কেলতে পারবেন মেসি।
ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনাকে। দুবার এগিয়ে গিয়েও বিপদমুক্ত থাকতে পারেনি লাতিন আমেরিকা অঞ্চলের দেশটিকে। কিলিয়ান এমবাপ্পে বারবার হানা দিয়ে শিরোপাস্বপ্ন গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকাসহ পুরো ম্যাচে দাপট দেখানোর পরও এতটা বেগ পাওয়ার ব্যাপারটি অবিশ্বাস্য মনে হচ্ছে স্কালোনির কাছে।
আর্জেন্টাইন এই কোচ বলেন, 'আমি বিশ্বাস করতে পারি না যে নিজেদের দারুণ এই ম্যাচে এতোটা ভুগতে হয়েছে আমাদের। অবিশ্বাস্য হলেও এই দল সব কিছুতেই সাড়া দেয়। তারা যা করেছে, তাতে আমি গর্বিত। এই দলটা দুর্বার। এভাবে ম্যাচ জিতলে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। সবাইকে বলবো উপভোগ করুন, এটা আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।'