কোহলিকেও ফেরালেন মিরাজ, কোণঠাসা ভারত
১৪৫ রানের লক্ষ্য দিয়ে বল হাতে শাসন শুরু করেছে বাংলাদেশ। ১২ রানের মধ্যে দুই উইকেট তুলে নেওয়া ঘরের মাঠের দলটি পরের দুই উইকেট ফেলতেও সময় নেয়নি। শুরুটা করে দেন সাকিব আল হাসান, অধিনায়কের সুরে সুর মিলিয়ে স্পিন ঘূর্ণিতে ভারতকে দিশেহারা করে তুলেছেন মেহেদী হাসান মিরাজ।
ভারতের যাওয়া চার উইকেটের তিনটিই তুলে নিয়েছেন বাংলাদেশের ডানহাতি এই স্পিনার। মিরাজের সর্বশেষ শিকার বিরাট কোহলি। মিরাজের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের তারকা এই ব্যাটসম্যান। ২০ ওভারে ৪ উইকেটে ভারতের সংগ্রহ ৩৮ রান। অক্ষর প্যাটেল ২১ ও নাইট ওয়াচম্যান জয়দেব উনাদকাত ১ রানে ব্যাটিং করছেন।
আবারও মিরাজের আঘাত, চাপে ভারত
লক্ষ্যটা বড় নয়, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতেই দিক ভুলিয়ে দেন সাকিব ও মিরাজ। ১২ রানের মধ্যেই লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দেন বাংলাদেশের এই দুই স্পিনার। শুরুর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন শুভমান গিল ও অক্ষর প্যাটেল।
যদিও এই জুটি বড় হতে দেননি মিরাজ। ৭ রান করা শুভমানকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ১৮ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ৩২ রান। অক্ষর ১৬ ও বিরাট কোহলি ১ রানে ব্যাটিং করছেন।
শুরুতেই আঘাত হানলেন সাকিব-মিরাজ
ভারতকে অল্প রানের লক্ষ্য দিয়ে স্বস্তিতে থাকার উপায় ছিল না। মিরপুর টেস্টের চলে তৃতীয় দিন, দুই দিনে ১০ উইকেটে সফরকারীদের দরকার ১৪৫ রান। নির্ভার হয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। কিন্তু বল হাতে দারুণ শুরু করে ভারতকে কোণঠাসা করে ফেলেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। ১২ রানের মধ্যেই লোকেশ রাহুল ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
শুরুতেই দিক হারিয়ে বসা ভারতকে ঠিক পথে ফেরানোর চেষ্টা করছেন ওপেনার শুভমান গিল ও অক্ষর প্যাটেল। ৯ ওভার শেষে ২ উইকেটে ভারতের সংগ্রহ ১৫ রান। শুভমান ৬ ও অক্ষর ৩ রানে ব্যাটিং করছেন। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে জয়ের জন্য ভারতের দরকার ১৩০ রান, হাতে ৮ উইকেট।
ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন সাকিব, ফিরিয়ে দেন ভারত অধিনায়ক লোকেশ রাহুলকে। এই ওভারে সাকিবের করা প্রথম বলেই ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লোকেশ, অসাধারণ দক্ষতায় তা তালুবন্দি করেন নুরুল হাসান সোহান।
চার ওভার পর স্পিন ঘূর্ণিতে জেতেশ্বরকে বিভ্রান্ত করেন মিরাজ। এগিয়ে এসে ডিফেন্স করার চেষ্টা করেন তিনি, কিন্ত ব্যাটে-বলে করতে পারেননি। একটু দেরিতে ধরলেও চেতেশ্বর পপিং ক্রিসে ফেরার আগেই স্টাম্প ভাঙেন সোহান।