সিইও হলে দুই মাসে বিপিএলের সবকিছু ঠিক করে ফেলবেন সাকিব
বিপিএল আয়োজনে অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তিনি বিপিএলের সিইও হলে এক থেকে দুই মাসের মধ্যে সব পরিবর্তন করে দিতেন বলেও মন্তব্য করেছেন সাকিব।
বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে বরাবরই কড়া সমালোচনা করে এসেছেন সাকিব আল হাসান। এবার বিপিএল আয়োজনে অব্যবস্থাপনা নিয়ে সরব হয়েছেন তিনি। পরোক্ষভাবে আয়োজক কর্তৃপক্ষের ব্যর্থতাকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
সাকিবের মতে, বিপিএল আয়োজনে কোনো ধরণের পেশাদারিত্বের ছাপ নেই। যেনতেনভাবে আয়োজন করা হচ্ছে এই জাঁকজমকপূর্ণ লিগটি, 'বিপিএলে তো কোনো ঠিকঠিকানা বুঝতে পারি না। ম্যাচ শুরু হওয়ার পর বিপিএল শুরু হয়। তার আগে সবাই যার যার মতো প্র্যাকটিস করছে।'
তিনি সিইও হলে এইধরণের অব্যবস্থাপনা দূর করতে মাত্র এক থেকে দুই মাস লাগবে বলে দাবি সাকিবের, 'আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। ১ থেকে ২ মাস লাগবে সব ঠিক করতে, সর্বোচ্চ! ২ মাসও লাগার কথা না।'
দায়িত্ব পেলে বিপিএলকে ঢেলে সাজানোর পরিকল্পনাও করছেন সাকিব, 'বিপিএলের সিইও হলে সব কিছু বাদ দিয়ে নতুন করে ড্রাফট অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, আধুনিক প্রযুক্তি থাকবে, সম্প্রচারের মান ভালো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।'
অদূর ভবিষ্যতে সাকিবকে বিপিএল আয়োজনের দায়িত্বে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।