রেফারিং থেকে অবসর নিচ্ছেন মাতেও লাহোজ
একজন রেফারিকে নিয়ে ফুটবল বিশ্বে নিয়মিত আলোচনার নজির খুব একটা নেই। এক সময় ইতালিয়ান রেফারি পিয়েরলুইগি কলিনাকে নিয়ে আলোচনা হতো বেশ, তবে সেটি তার দুর্ধর্ষ রেফারিং করার কারণেই। কিন্তু স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজকে নিয়ে আলোচনার কারণটা তার ভালো রেফারিং নয়, বরং তার 'কার্ডপ্রীতির' জন্যে।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের খেলায় ১৭ টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। এরপর কদিন আগেই স্প্যানিশ লিগের ম্যাচে বার্সেলোনা এবং এস্পানিওলের খেলায় দেখিয়েছেন ১৫ হলুদ কার্ড।
কঠোর সমালোচনার শিকার হয়েছেন মাতেও লাহোজ, সেই ক্ষোভেই কিনা এই মৌসুম শেষে রেফারিং করা থেকে বিদায় নিতে যাচ্ছেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সেই রেফারিং করা থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এতে হাঁফ ছেড়ে বাঁচবেন খেলোয়াড়রা। অন্তত লাহোজের কার্ডপ্রীতির শিকার তো আর হতে হচ্ছে না!
ক্যারিয়ারে সবমিলিয়ে ৩৩৭ ম্যাচ পরিচালনা করেছেন এই স্প্যানিশ রেফারি। যেখানে তার হলুদ কার্ড দেখানোর সংখ্যা ১৫৬০ টি! সাথে লাল কার্ডও বের করেছেন ৮৫ বার।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর তাকে আর কোনো ম্যাচের দায়িত্ব দেয়নি ফিফা। স্প্যানিশ লিগেও এই মৌসুমের পর আর দেখা যাবেনা লাহোজের মুহূর্তে মুহূর্তে কার্ড বের করার দৃশ্য।