জর্জিনা রদ্রিগেজকে সৌদি আরবের ড্রেসকোড মেনেই পোশাক পরতে হবে
গত বছর কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের একাধিক ম্যাচে বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে এবং কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল। বিশ্বকাপ শেষে বেশ কিছুদিন সময় নিলেও ইউরোপের নামিদামি কোনো ক্লাবের সাথে চুক্তিতে আসতে পারেননি সিআরসেভেন।
তবে নতুন বছরের শুরুতেই ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বছরে ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। রোনালদো ও তার সঙ্গীনি জর্জিনা রদ্রিগেজ একসাথে সৌদি আরবে থাকতে গেলে রক্ষণশীল দেশটির বেশকিছু নিয়মকানুন মেনে চলতে হবে এই জুটিকে।
পশ্চিমা সংস্কৃতিতে অভ্যস্ত জর্জিনাকে প্রায়ই সোশ্যাল মিডিয়াতে খোলামেলা পোশাকে ছবি পোষ্ট করতে দেখা যায়। কিন্তু সৌদি আরবে এসে জনসম্মুখে বের হতে গেলে নিজের ফ্যাশনে পরিবর্তন আনতে হবে তাকে। সৌদি আরবে থাকাকালীন দেশটির সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে জর্জিনাকে।
এছাড়া জনসম্মুখে বের হওয়ার ক্ষেত্রে নিজের ড্রেস কোড সম্পর্কেও সচেতন থাকতে হবে, যার প্রমাণ মিলেছে আল নাসেরে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে জর্জিনা হাজির হয়েছিলেন কালো টার্টলনেক টি-শার্ট, লম্বা ঢিলেঢালা প্যান্ট এবং তার ওপর গায়ে লম্বা ওভারকোট চাপিয়ে। বলতে গেলে তার সারা শরীরই ঢাকা ছিল পোশাকে।
এদিকে সৌদি আরবে পৌঁছে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী এ মডেল। জর্জিনা বলেন, "উষ্ণ অভ্যর্থনার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা। আল-নাসেরে রোনালদোর নতুন পথচলা নিয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত। চুক্তিটির সাথে জড়িত সবাইকে ধন্যবাদ।"
২০১৬ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে থাকাকালীন জর্জিনার সঙ্গে রোনালদোর প্রেমের শুরু। গত ছয় বছরে এই জুটি দুই সন্তানের অভিভাবক হয়েছেন। সৌদি যাওয়ার আগে থেকে রোনালদো-জর্জিনার সম্পর্কে ফাটল ধরেছে বলে গুঞ্জন উঠেছিল। অনেক ফুটবল ভক্ত আশংকা করেছিলেন, এ জুটি হয়তো আর একসঙ্গে থাকবেন না। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়ে জর্জিনা ঠিকই রোনালদোর সঙ্গে রিয়াদে এসে পৌঁছেছেন। তবে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের ভিন্ন রীতি-নীতির সাথে মানিয়ে নিতে রোনালদো-জর্জিনা জুটির অনেকটা সময় লাগবে।
সূত্র: মার্কা