বেতিসকে টাইব্রেকারে হারিয়ে 'এল ক্লাসিকো' ফাইনাল নিশ্চিত করল বার্সেলোনা
শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল বেতিসকে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। এর ফলে ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। রিয়াল আগেই ভ্যালেন্সিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের বীরত্বে রিয়াল বেতিসকে টাইব্রেকারে পরাজিত করে বার্সেলোনা। এর ফলে মৌসুমের মাঝপথে আরেকটি 'এল ক্লাসিকো' দেখার সৌভাগ্য হতে যাচ্ছে ফুটবলপ্রেমিদের।
ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন পেদ্রি, কিন্তু অফসাইডের কারণে ভিএআর গোলটি বাতিল করে দেয়। ৪০ মিনিটে বৈধ গোলই করে বার্সা, এবার রবার্ট লেভানডোভস্কি এগিয়ে দেন কাতালানদের।
এরপর ম্যাচ এগোতে থাকলেও দুই দলের কেউই গোলের দেখা পাচ্ছিল না। বার্সেলোনা ১-০ গোলেই জিততে যাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু বাগড়া দেন বেতিসের নাবিল ফেকির। ৭৭ মিনিটে ম্যাচে সমতা ফেরান তিনি।
এরপর নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে শুরুতেই বার্সেলোনাকে আবারো এগিয়ে দেন আনসু ফাতি। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি জাভির দল, ১০১ মিনিটে লরেন মরোনের গোলে আরেকবার ম্যাচে সমতা ফেরায় বেতিস।
১২০ মিনিট শেষে ২-২ গোলের সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ করার জন্য টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়। নিজেদের প্রথম চার শটেই গোল করে বার্সেলোনা, বেতিসের তৃতীয় এবং চতুর্থ শট ঠেকিয়ে নায়ক বনে যান টার স্টেগান। বার্সেলোনাও উঠে যায় ফাইনালে।
১৫ জানুয়ারি রাত ১ টায় ফাইনালে শিরোপা জেতার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই দলও তারাই। বার্সেলোনার ১৩ শিরোপার বিপরীতে রিয়াল জিতেছে ১২ বার।