নেইমার ফুরিয়ে গেছেন?
রেনেসের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি হারায় শিরোপা লড়াই উন্মুক্ত হয়ে গিয়েছে। শীর্ষে থাকা প্যারিসিয়ানদের থেকে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পার্থক্য ৩ পয়েন্টের, তৃতীয় স্থানে থাকা মার্শেইয়ের পার্থক্য ৫ পয়েন্টের।
এই হারের সাথে সাথে পিএসজির জন্য আরো বড় অশনি সংকেত হিসেবে দেখা দিয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ফর্মহীনতা। বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েছিলেন তিনি।
এরপর ফিরে শেষ ষোলো এবং কোয়ার্টার-ফাইনালে গোলও পেয়েছিলেন। কিন্তু ব্রাজিল বাদ পড়ে যায় ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে।
এরপর নিজের ক্লাব পিএসজিতে ফিরে প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেছেন নেইমার, সেটিও প্রতিপক্ষের বক্সে ডাইভ দেওয়ার অপরাধে। এরপর অঞ্জার্সের বিপক্ষে ফিরলেও নিজের ফর্ম ফিরে পাননি সেই ম্যাচেও। আর এবার রেনেসের বিপক্ষে তো মাঠে খুঁজেই পাওয়া যায়নি ব্রাজিলিয়ান সাম্বা বয়কে।
তাই পিএসজির ফর্মের চেয়েও নেইমারের ফর্ম নিয়েই বেশি চিন্তিত সমর্থকেরা। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর এক তারা যদি জ্বলে না উঠতে পারেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যাবে প্যারিসিয়ানদের।
বয়সের কোঠা ৩১ হবে সামনের ফেব্রুয়ারিতে। নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন কিনা সেই প্রশ্ন কমসম করে হলেও উঠছে। নেইমারের সামনে এখন চ্যালেঞ্জ, সব সমালোচনার জবাব ফেরত দিয়ে নিজের সেরা রূপে ফেরার।
যেটি হলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পথটাও অনেকটাই সোজা হবে পিএসজির জন্য।