'মেসিকে রাগিয়ে আপনি পার পাবেন না'
কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দেখা গিয়েছিল অন্য লিওনেল মেসিকে। কখনো যা করেননি সেটিই মেসি করেছেন ডাচদের বিপক্ষে গোল করে। নেদারল্যান্ডসের ডাগআউটের সামনে গিয়ে দুই হাত দিয়ে অঙ্গভঙ্গি করে উদযাপন করেন মেসি।
নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে মেসি যেভাবে উদযাপন করেছেন তাতে সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার হুয়ান রোমান রিকলমের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রিকলমের সঙ্গে ডাচ কোচ লুই ভ্যান গালের সম্পর্ক ছিলো তিক্ততায় ভরপুর। এবার মেসির উদযাপন নিয়ে মুখ খুললেন রিকলমে নিজেই।
মেসির আগে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির অধিকারী ছিলেন রিকলমে। বাঁ পায়ের দুর্দান্ত এই খেলোয়াড় এক সময় খেলতেন বার্সেলোনায়, যেখানে তার কোচ ছিলেন ভ্যান গাল। নিজের খেলার ধাঁচের সঙ্গে রিকলমে মানিয়ে নিতে পারছেন না এই যুক্তিতে আর্জেন্টাইন প্লেমেকারকে বসিয়ে রাখতেন ভ্যান গাল।
সেখান থেকে রিকলমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু ভ্যান গালের। আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে এই ডাচ কোচের সমস্যার এখানেই শেষ নয়। আনহেল দি মারিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাড়িয়েছিলেন এই ভ্যান গালই। দি মারিয়া তো তাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ বলেই আখ্যায়িত করেছেন।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বড় ভুলটা করে বসেন ভ্যান গাল। এবার তো লিওনেল মেসিকে উদ্দেশ্য করে বলে বসেন, আর্জেন্টাইন জাদুকরকে থামানো কোনো বিষয় নয়। আর এই কথাতেই তেতে গিয়েছিলেন মেসি। যার ফল ভোগ করে ডাচরা।
রিকলমের মতে ভ্যান গালের উচিত হয়নি মেসিকে রাগানো। বরং মেসিকে জড়িয়ে ধরা কিংবা চুমু দেওয়াটাই বেশি কাজের বলে মন্তব্য করেছেন সাবেক এই আর্জেন্টাইন তারকা, 'মেসিকে রাগিয়ে দিলে আপনারই ক্ষতি। আপনি আর পার পাবেন না। সে সবকিছু ছিঁড়েখুড়ে ফেলবে। তাই তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাওয়াটাই শ্রেয়।'
রেগে গেলেও যে মেসি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন না সেটিও জানেন রিকলমে, 'মেসি যখন রেগে যায় তখন ও খুব শান্ত থাকে। অন্য খেলোয়াড়রা হয়তো প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ডও দেখতে পারে, কিন্তু মেসি কখনোই এমন কিছু করে না।'