মহাতারকা ত্রয়ীর প্রতিযোগিতামূলক খেলায় ফেরার ম্যাচে পিএসজির ড্র
বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবারের মতো একসাথে খেলতে নেমেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। তবে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে পারেননি এই ত্রয়ী। শেষ মুহূর্তে গোল হজম করে নিজেদের মাঠে রেইমসের সঙ্গে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে পিএসজি।
বিশ্বকাপের পর প্রতিযোগিতামূলক খেলায় একসাথে খেলতে নামার সুযোগ হয়ে ওঠেনি পিএসজির মহাতারকা ত্রয়ীর। যদিও সৌদি আরবে ক্রিশ্চিয়ানো রোনালদোর অধিনায়কত্বে নামা অলস্টার একাদশের বিপক্ষে খেলেছেন তারা।
বিশ্বজয় উদযাপন করার জন্য ছুটি পেয়েছেন মেসি, তিনি ছুটি কাটিয়ে আসার পরপরই এমবাপ্পেও অবসর কাটিয়েছেন, নেইমারও তো নিষেধাজ্ঞা-চোট সমস্যা মিলিয়ে মাঠেই ছিলেন খুব কম সময়ের জন্য।
অবশেষে সব বাধা কাটিয়ে রেইমসের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই ত্রয়ীর মধ্যে নেইমার গোল পেলেও বাকি দুজন খুব একটা প্রভাব ফেলতে পারেননি। যার দরূন পিএসজিও ম্যাচটি জিততে পারেনি।
৫১ মিনিটে ব্রাজিলিয়ান মহাতারকার গোলে এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় প্যারিসিয়ানরা। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখতে সক্ষম হলেও ৯৬ মিনিটে বালোগানের গোলে ৩ পয়েন্ট পাওয়ার আশা ভঙ্গ হয় ক্রিস্তোফ গালতিয়েরের দলের।
এই ড্রয়ের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে পিএসজি। যদিও দ্বিতীয় স্থানে থাকা লেনসের সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে ৩ পয়েন্টে।