পিএসজির ড্রেসিংরুমে অশান্তি, সতীর্থদের ওপর ক্ষেপেছেন নেইমার
আগের ম্যাচেই মার্শেইর কাছে হেরে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানেও মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে দলটি। আর এতেই ক্ষেপেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।
দুদিন পরেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ। আর এর ঠিক আগেই দলের এমন ফর্মহীনতা নেইমারের মেজাজ বিগড়ে দিয়েছে। সতীর্থদের সঙ্গে এই নিয়ে চোটপাটও করেছেন তিনি।
মোনাকোর বিপক্ষে পিএসজির দলে ছিলেন না লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সের্হিও রামোসরা। তবুও যারা ছিলেন তাদেরকে নিয়েই মোনাকোর বিপক্ষে জেতা স্বাভাবিকই ছিলো পিএসজির জন্য। লিগ শিরোপার দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীরা খুব বেশি দূরে নেই, এমন অবস্থায় এই হার ক্রিস্তোফ গালতিয়েরের দলকে চাপেই ফেলে দিলো।
ম্যাচের মধ্যেই দুই সতীর্থ ভিতিনহা এবং একিতিকের ওপর ক্ষেপে যেতে দেখা যায় নেইমারকে। তাকে বল পাস না দেওয়ায় ক্ষোভ ঝাড়েন ব্রাজিলিয়ান তারকা। এরপর ম্যাচ শেষে নাকি পিএসজি স্পোর্টিং ডিরেক্টর ক্যাম্পোসের সঙ্গেই এক দফা কথা কাটাকাটি হয় নেইমারের।
মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে দলের খেলোয়াড়দের মধ্যে এমন বিভাজন এবং অস্থিতিশীল অবস্থা পিএসজির বাকি মৌসুমও নষ্ট করে দেয় কিনা সেই শঙ্কাও দেখা দিয়েছে। সেটি হলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন পূরণ হওয়া প্যারিসের দলটির জন্য দুস্তর পারাবারই বটে।