ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি পিএসজি-বায়ার্ন
ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের খেলা মাঠে গড়াবে আজ থেকে। শুরুর দিনেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। আজকের আরেক ম্যাচে লড়বে এসি মিলান এবং টটেনহাম হটস্পার্স।
দুই লেগের নক-আউট পর্বের প্রথম লেগ শুরু আজ থেকে। মেসি-নেইমার-এমবাপ্পেরা খেলবেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইতালিয়ান ক্লাব এসি মিলানও অনেকদিন পর ফিরছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় এই আসরের নক-আউট পর্বে।
পিএসজির এবং বায়ার্নের লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার প্রত্যাশায় ফুটবলপ্রেমিরা। মেসি-নেইমার-এমবাপ্পে মহাতারকা ত্রয়ীকে কীভাবে সামলাবে বায়ার্নের রক্ষণ, তার উপর ম্যাচের ফলাফল নির্ভর করছে অনেকটাই। চোটের কারণে এমবাপ্পে এবং মেসির খেলা শঙ্কার মুখে ছিলো, যদিও শেষ পর্যন্ত খেলছেন তারা।
বায়ার্নের মূল অস্ত্র তাদের দলীয় সমন্বয়, দলে কোনো মহাতারকা না থাকলেও মুলার-কিমিখদের পরিশ্রমী ফুটবল বায়ার্নকেও খুব একটা পিছিয়ে রাখার সুযোগ নেই। ছয়বারের চ্যাম্পিয়ন ক্লাবটি এবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়কে পাখির চোখ করছে।
অপর ম্যাচে দুই দলের শক্তিমত্তা প্রায় সমানে সমান। এসি মিলান সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হলেও গত কয়েক বছরে ইউরোপে খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি। টটেনহামও আছে ফর্মের ওঠা-নামার মধ্যে। তবে খেলা নিজেদের মাঠে হওয়াতে কিছুটা হলেও এগিয়ে থাকবে এসি মিলান।