শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক থেকে দেওয়া গোলে নাটকীয় জয় পিএসজির
বিশ্বকাপ জেতার পর ক্লাব ফুটবলে ফিরে কিছুটা ছন্দহীনই লাগছে লিওনেল মেসিকে। বিশ্বকাপে নিজের শেষটুকু নিংড়ে দেওয়ার পর হয়তো গতি ফিরে পেতে একটু সময় লাগবে আর্জেন্টাইন জাদুকরের। কিন্তু নিজের সেরা রূপে না থেকেও যে মেসি ম্যাচ জেতাতে পারেন, সেটি তো আর অজানা নয়।
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে যোগ করা সময়ের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে লিলের বিপক্ষে পিএসজিকে তিন পয়েন্ট এনে দিয়েছেন মেসি। জোড়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমারও পেয়েছেন গোলের দেখা।
সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে জয়হীন ছিলো ক্রিস্তোফ গালতিয়েরের দল। পিএসজি কোচের ভাগ্য ঝুলছে সুতার ওপর। এমন ম্যাচে এমবাপ্পে আর নেইমারের পরপর দুই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারিসের দলটি।
কিন্তু প্রথমার্ধে এক গোল শোধ দেওয়া লিল দ্বিতীয়ার্ধে আরোও দুই গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ৮৭ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন থাকে এমনই। তখনই পিএসজির ত্রাতা হিসেবে আবির্ভূত হোন কিলিয়ান এমবাপ্পে, ম্যাচের নিজের দ্বিতীয় গোল করে ৩-৩ এর সমতা ফেরান তিনি।
ম্যাচ যখন এভাবেই শেষ হতে যাচ্ছে ঠিক তখনই বক্সের বাইরে ফ্রি-কিক পায় পিএসজি। আর সেখান থেকে বল জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি লিওনেল মেসি। বলতে গেলে ম্যাচের শেষ শটেই পিএসজিকে ৪-৩ গোলের জয় এনে দেন আর্জেন্টিনা অধিনায়ক।
এই জয়ে লিগের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরো পাকাপোক্ত করল পিএসজি। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় স্থানে থাকা মার্শেই।