‘আমি নেইমারকে ইঙ্গিত করে কিছু বলিনি’
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে পিএসজি। দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার কাজটা খুব একটা সহজ হবে না।
আর এমন ম্যাচ হারের কয়েক ঘন্টা পরেই ম্যাকডোনাল্ডসে ঘুরাঘুরি করতে এবং পোকার খেলে বেড়াতে দেখা গিয়েছে নেইমারকে। যে কারণে পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে সমালোচনায় শিকার হতে হচ্ছে।
এদিকে ম্যাচ হারের পর কিলিয়ান এমবাপ্পের মন্তব্য শুনে অনেকে ধরে নিয়েছেন, নেইমারকে ইঙ্গিত করেই কথাগুলো বলেছেন ফরাসি তারকা। সাংবাদিকদের এমবাপ্পে বলেন, 'ফিরতি ম্যাচে আমাদের সব খেলোয়াড়ের সুস্থ থাকা জরুরি। সবাইকে ঠিকমতো খেতে এবং ঘুমাতে হবে। এটি খুবই জরুরি।'
তবে রাত-বিরাতে নেইমারের ঘুরে বেড়ানো আর পোকার খেলা দেখে কেউ বলবে না এমবাপ্পের কথা কানে নিয়েছেন তিনি।
গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে লিলকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি, জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, আর ম্যাচ শেষে নিজের সেই মন্তব্য যে শুধুমাত্র নেইমারকে উদ্দেশ্য করে নয় তা পরিস্কার করেছেন ফরাসি তারকা, 'আমার কথাগুলো দলের সবার জন্য ছিলো। আমি আবারও বলছি, এটা সবার জন্যই ছিলো। আমি দেখেছি নেইমারের দিকে আঙ্গুল তোলা হয়েছে, আমরা এখন এমন অবস্থায় নেই যে কেউ কারোর দিকে ইঙ্গিতপূর্ণ কথা বলব।'
লিলের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে গোল পেয়েছেন নেইমারও, যদিও গোড়ালিতে চোট পেয়ে উঠে যেতে হয় তাকে। এমবাপ্পে আশা করছেন দ্রুতই ফিরবেন ব্রাজিলিয়ান তারকা, 'নেইমারের চোট থেকে সেরে ওঠা জরুরি। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।'