প্রত্যাবর্তন পর্বে প্রথম দিনটা যেমন কাটলো হাথুরুসিংহের
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি অপরিচিত কেউ নন। মাঠটি তার কাছে কয়েক বছরের আরাধনার জায়গা। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এখানে সবচেয়ে বেশি সময় কেটেছে চান্দিকা হাথরুসিংহের। ছিলেন জাতীয় দলের প্রধান কোচ, আবারও একই দায়িত্বে বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন তিনি। মঙ্গলবার 'হোম অব ক্রিকেটে' এলেন লঙ্কান এই কোচ, হয়ে গেল তার প্রত্যাবর্তন।
দুই বছরের চুক্তিতে জাতীয় দলের প্রধান কোচ হয়েছেন হাথুরুসিংহে। ঘোষণাটা বিসিবি বেশ আগেই দিয়েছিল, অপেক্ষা ছিল তার বাংলাদেশে আসার। বুধবার রাতে পুরনো কাজের ঠিকানায় ফেরেন হাথরুসিংহে। পরদিন সকালে হাজির হলেন মিরপুর স্টেডিয়ামে। পুরনো মানুষ, পুরনো দায়িত্বেই; তবে আরও একবার নতুন করে।
মিরপুর স্টেডিয়ামে লঙ্কান এই কোচকে এভাবে হয়তো আগে কখনও দেখা যায়নি। বেশিরভাগ সময়ে তাকে জাতীয় দলের অনুশীলন কিটে দেখা গেছে। তবে প্রত্যাবর্তন পর্বের প্রথমদিনে ভিন্ন সাজে মিরপুরে প্রবেশ করেন হাথুরুসিংহে। মুখভর্তি সাদা দাঁড়ি, পরনে সাদা টি-শার্ট ও শর্টস। মাথার ক্যাপটাও সাদা। রূপক অর্থে ধরলে যেন পুরনো সব বিতর্ক ধুয়ে মুছে এবার বাংলাদেশ ক্রিকেটে শুভ্র-সতেজ হাওয়া বইয়ে দিতে এসেছেন তিনি।
ঢাকায় আসার ১২ ঘণ্টা পার হওয়ার আগেই মঙ্গলবার মিরপুরে হাথুরুসিংহে। সকাল ৯টার মধ্যেই পৌঁছে যান স্টেডিয়ামে। শুরুতে বিসিবি কার্যালয়ে কুশলাদি সেরেছেন কর্তাদের সঙ্গে। সেখানে প্রায় ঘন্টা দুয়েক সময় গেছে তার। বেলা সাড়ে ১১টা দিকে মাঠে দেখা মেলে লঙ্কান কোচের। বিসিবির হেড অব প্রোগাম ডেভিড মুরের সঙ্গে ড্রেসিং রুমে মাঠে ঢোকেন হাথুরুসিংহে।
মাঠে গিয়ে আজ অবশ্য সব ক্রিকেটারকে পাননি প্রধান কোচ। লম্বা বিপিএল শেষে অনেকেই ছুটিতে। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হওয়া অনুশীলন ছিল ঐচ্ছিক। এই অনুশীলনে ছিলেন না টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলে থাকা বাকি সবাই যোগ দেন অনুশীলনে।
ক্রিকেটাররা মাঠে আসার আগে থেকেই তাদের জন্য ড্রেসিংরুমে অপেক্ষারত ছিলেন হাথুরুসিংহে। ক্রিকটাররা মাঠে আসার পর তাদের সঙ্গে পরিচিত হন তিনি। নতুনদের মধ্যে রেজাউর রহমান, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়দের চিনে নেন। তাদের সঙ্গে প্রধান কোচকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস।
পুরনো গুরুকে দেখে এগিয়ে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, কিছুটা আলাপ হয় তাদের। সেখানে ছিলেন পেসার এবাদত হোসেনও। পুরনো শিষ্য না হলেও পেসার এবাদত হোসেনকে সামনে পেয়ে তার মতো করেই স্যালুট দেন হাথুরুসিংহে। এরপর ওয়ানডে অধিনায়ককে নিয়ে গিয়ে দেখেন সেন্টার উইকেট।
সেখানে এগিয়ে আসেন দীর্ঘদিন ধরে মিরপুরের হেড কিউরেটর দায়িত্ব পালন করে আসা হাথুরুসিংহের স্বদেশী গামিনি ডি সিলভা। স্বদেশীকে পেয়ে জড়িয়ে ধরেন তামিম-সাকিবদের প্রধান কোচ, কথাও বলেন কিছুক্ষণ। এর কিছুক্ষণ পর মাঠে হাথুরুসিংহের সঙ্গে দেখা করেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
প্রধান কোচের সঙ্গে কুশলাদি সেরে ব্যাটিং কোচ জেমি সিডন্স ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে ইনডোরে অনুশীলন করতে যান নুরুল হাসান হাসান, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব ও বিপিএলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তৌহিদ হৃদয়। ইনডোরে ১০ মিনিটের মতো ক্রিকেটারদের অনুশীলন দেখেন হাথুরুসিংহে, ঘুরে দেখেন নির্মানাধীন ইনডোর সেন্টার। এরপর মাঠে ফিরে গামিনির সঙ্গে আলাপ সেরে ড্রেসিং রুমে ফেরেন তিনি। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে কাল প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন।