মেসি-বুস্কেটসকে দলে চায় ইন্টার মায়ামি
পিএসজির সঙ্গে চুক্তির শেষ পর্যায়ে আছেন লিওনেল মেসি। এখন পর্যন্ত চুক্তি নবায়নের কোনো খবর নেই। তাই অনেকের ধারণা, পিএসজি ছাড়তে পারেন তিনি।
বার্সেলোনার বর্তমান অধিনায়ক সের্হিও বুস্কেটসের চুক্তির বাকি আর পাঁচ মাস। এর মধ্যে চুক্তি নবায়ন না হলে যে কোনো ক্লাবে যেতে পারবেন এই মিডফিল্ডার। মেসি এবং বুস্কেটস দুজনের প্রতিই আগ্রহী আমেরিকান লিগ সকারের দল ইন্টার মায়ামি।
সাবেক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের মালিকানাধীন আমেরিকান ফুটবল লিগের এই ক্লাবটি যে মেসি এবং বুস্কেটস দুজনকেই দলে পেতে চায় তা স্বীকার করেছেন দলটির বর্তমান কোচ ফিল নেভিল।
মেসির প্রতি তাদের আগ্রহ আগে থেকেই ছিলো, বুস্কেটসের প্রতিও সম্প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে মায়ামি, 'আমার বলতে দ্বিধা নেই যে আমরা মেসি এবং বুস্কেটসের প্রতি আগ্রহী। আমরা অবশ্যই তাদের মতো বড় মানের খেলোয়াড়কে দলে চাইব।'
মায়ামিতে এর আগে গঞ্জালো হিগুয়াইন এবং ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা তারকা ব্লেইজ মাতুইদিও খেলে গিয়েছেন। সেদিকে ইঙ্গিত করে নেভিল বলেছেন, 'আমরা বিশ্বের সব বড় বড় তারকাদের সঙ্গে নিজেদের নাম দেখতে পেয়ে গর্বিত। আমরা সবসময়ই এমন মাপের খেলোয়াড় দলে চাই। এর আগেও বড় খেলোয়াড়েরা আমাদের হয়ে খেলেছেন। আমরা তাদেরকে অবসর নেওয়ার মতো একটি ভালো জায়গা করে দিতে চাই।'
মেসি এবং বুস্কেটসের দুজনই যদি শেষ পর্যন্ত মায়ামিতে যোগ দেন তাহলে বার্সেলোনায় একসাথে খেলা ১৩ বছরের জুটি এক হবেন আবারো।