তবে কী নেইমারই পিএসজির সমস্যার মূল কারণ?
বার্সেলোনায় একসাথে দুজনে খেলেছেন চার বছর। পিএসজিতে এটি দুজনের একসাথে দ্বিতীয় মৌসুম। অর্থাৎ, প্রায় ছয় বছর ধরে একে অপরের সঙ্গে খেলছেন মেসি-নেইমার। বার্সেলোনাকে ট্রেবল সহ আরো অনেক শিরোপা জিতিয়েছেন এই জুটি। পরবর্তীতে লুইস সুয়ারেজ যোগ হয়ে গড়ে তুলেছিলেন 'এমএসএন' ত্রয়ী।
মেসি-নেইমারের রসায়ন নিয়ে কারোর সন্দেহ থাকার কথা নয়। তাই মেসি যখন পিএসজিতে আসেন, নেইমার আর এমবাপ্পের সঙ্গে মিলে তিনি যে ছড়ি ঘুরাবেন সেটিই যেন ভবিতব্য ছিলো।
কিন্তু প্রায় দেড় মৌসুম একসাথে খেলার পরেও যেন ছন্দ মিলছে না এই ত্রয়ীর। বরং নেইমারকে ছাড়াই নিজেদেরকে বেশি মেলে ধরতে পারছেন মেসি এবং এমবাপ্পে। পরিসংখ্যান এবং খালি চোখে দেখার পর অন্তত অনেকের কাছেই তাই মনে হয়েছে।
তাই প্রশ্ন উঠেছে, তাহলে কী নেইমারকে ছাড়াই বেশি ভালো খেলে পিএসজি? মেসি এবং এমবাপ্পের নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হলে নেইমারকে তাদের সঙ্গে না নামাতে উপদেশ দিচ্ছেন কেউ কেউ।
বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে হেরে কিছুটা চাপে আছে ক্রিস্তোফ গালতিয়েরের দল।
সেই ম্যাচে এমবাপ্পে চোটের কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি, বদলি নেমে নিজের ঝলক দেখালেও সেটি যথেষ্ট ছিলো না। নেইমার আর মেসি ছিলেন নিষ্প্রভ। এরপর ফ্রেঞ্চ লিগের ম্যাচে নেইমার চোটে পড়েন।
মার্শেইর বিপক্ষে মেসি-এমবাপ্পে জুটি ছিলেন দুর্ধর্ষ। যেন প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছেন একপ্রকার। আর এরপরই নেইমারের সমালোচনায় মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
অনেকে তো পিএসজির মূল সমস্যা হিসেবেই দেখছেন ব্রাজিলিয়ান তারকাকে। আরএমসি স্পোর্টসের বিশেষজ্ঞ দানিয়েল রিওলো মনে করেন গালতিয়েরের উচিত নেইমারকে বেঞ্চে বসিয়ে রাখা।
তাই পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সামনে এখন এই গোলকধাঁধার সমাধান করার চ্যালেঞ্জ। নেইমারের মতো বড় মাপের খেলোয়াড়কে আসলেই বসিয়ে রাখতে পারবেন কী তিনি? নাকি খুঁজে বের করবেন মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীকে একসাথে খেলানোর কোনো উপায়?