বায়ার্নের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নেই নেইমার
ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে ৪-৩ গোল জেতা ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন নেইমার। এরপর থেকেই মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছেন, নিজেদের পরবর্তী দুই ম্যাচেও নেইমারকে পাচ্ছে না দল।
এই দুই ম্যাচের মধ্যে দ্বিতীয়টি বায়ার্ন মিউনিখের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান জায়ান্টদের মাঠে খেলবে পিএসজি।
নিজেদের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরে বিপাকে আছে মেসি-এমবাপ্পেদের দল। দ্বিতীয় লেগে বায়ার্নকে টপকে কোয়ার্টার-ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হবে না মোটেও। সেই ম্যাচেই গালতিয়ের পাচ্ছেন না নিজের অন্যতম সেরা খেলোয়াড়কে।
যদিও অনেকের মতে নেইমারকে ছাড়াই বেশি ভালো খেলছে পিএসজি। বিশেষ করে মার্শেইর বিপক্ষে ৩-০ গোলের জয়ে মেসি-এমবাপ্পের রসায়ন দেখে যা আরো জোরদার হয়েছে। তাই নেইমারের না থাকাকে শ্বাপে বর হিসেবেই দেখতে পারেন কেউ কেউ।
ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া নতুন কৌশল ভাবতে হচ্ছে পিএসজি কোচকে। গালতিয়ের ইতোমধ্যে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন, 'আমরা নেইমারকে পরের দুই ম্যাচে পাচ্ছি না। সে থাকলে আমরা তিন ফরোয়ার্ড আর দুই মিডফিল্ডার নিয়ে খেলি। এখন আমাদেরকে দুই ফরোয়ার্ড আর তিন মিডফিল্ডার নিয়ে খেলতে হবে।'