রিয়ালের গোলখরায় হতাশ আনচেলত্তি
কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে চিরশত্রু বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। অথচ এর আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে তাদেরই মাঠে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে এসেছে লস ব্লাঙ্কোসরা।
বার্সার কাছে হারের পর রিয়াল বেতিসের সঙ্গে লা লিগার ম্যাচ ছিলো রিয়াল মাদ্রিদের। তার আগে সংবাদ সম্মেলনে দলের কোচ কার্লো আনচেলত্তি দাবি করেছেন, ফরোয়ার্ডদের গোলখরা নিয়ে চিন্তিত নন তিনি।
নিজের দাবির পক্ষে আনচেলত্তির যুক্তি ছিলো দৃঢ়, লা লিগায় এই মৌসুমে পয়েন্ট টেবিলে বার্সেলোনার পেছনে থাকলেও গোল করার দিক থেকে সবার আগে তার দল। তাই মাদ্রিদ কোচের চিন্তার কিছু ছিলো না।
কিন্তু রিয়াল বেতিসের সঙ্গে সর্বশেষ ম্যাচে গোলশূন্য সমতার পর লিগের শিরোপা দৌড়ে বার্সেলোনার থেকে ৯ পয়েন্টে পিছিয়ে গিয়েছেন বেনজেমা-ভিনিশিয়ুসরা। আর আনচেলত্তির কথার ভোলও উলটে গিয়েছে তাতে।
একদিন আগে চিন্তিত না দাবি করা আনচেলত্তি বেতিস ম্যাচের পর নিজের হতাশা ঝাড়লেন সংবাদ সম্মেলনে, 'আমাদের আরো শানিত হতে হবে। গোলপোস্টের সামনে আমরা খেই হারিয়ে ফেলছি। আমরা ড্রিবল বেশি করছি, শট কম নিচ্ছি। শেষ তিন ম্যাচে এক গোলের বেশি না করতে পারায় আমাদের ক্ষতি হয়েছে।'
দলের খেলোয়াড়দের সুযোগ নষ্টকেও দায়ী করছেন এই ইতালিয়ান কোচ, 'আজকে আমরা তিন থেকে চারটি সহজ সুযোগ নষ্ট করেছি। আমাদের ধার কমে গিয়েছে, এটি নিয়ে কাজ করতে হবে।'
লা লিগায় বড় কোনো অঘটন না ঘটলে রিয়াল মাদ্রিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন প্রায় শেষ। ১৪ ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৯ পয়েন্টে পিছিয়ে আছে আনচেলত্তির দল।