'রোনালদোর মতো পরিশ্রমী হলে মেসি ১৫ ব্যালন জিততো'
মেসি নাকি রোনালদো এই বিতর্কে রোনালদো ভক্তদের একটি যুক্তি সবসময়ই দিতে দেখা যায়। সেটি হলো, লিওনেল মেসি ঈশ্বরপ্রদত্ত প্রতিভার অধিকারী, ক্রিশ্চিয়ানো রোনালদোর যা কিছু অর্জন তার সবই তার নিজের কঠোর পরিশ্রমের ফসল। পরোক্ষভাবে মেসি পরিশ্রম করেন না, এমনটিই যেন বলতে চান সিআর সেভেন ভক্তরা।
ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সতীর্থ ছিলেন প্যাট্রিস এভরা। সেরার বিতর্কে সবসময়ই রোনালদোর পক্ষ নিয়েছেন সাবেক ফরাসি লেফট ব্যাক। এবারও তার ব্যতিক্রম হলো না।
রোনালদোর পরিশ্রম করার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এভরা, 'আমি মেসির ওপর রোনালদোকে রাখব তার পরিশ্রমের জন্য। মেসির প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, রোনালদো নিজের যোগ্যতায় সব অর্জন করেছে।'
রোনালদোর মতো পরিশ্রম যদি মেসি করতেন তাহলে আরো বেশি ব্যালন ডি'অরে থাকতো আর্জেন্টাইন তারকার, এমনটিও বলেছেন এভরা, 'মেসি যদি রোনালদোর মতো পরিশ্রমী হতো তাহলে এতদিনে তার ১৫ টি ব্যালন ডি'অর থাকতো।'
বিশ্বকাপ জয়ের পর মেসিকে বেশিরভাগ মানুষ সেরা মেনে নিলেও এভরার কাছে রোনালদোই সর্বেসর্বা, 'আমার কাছে রোনালদোই সেরা। সে অন্য লেভেলের খেলোয়াড়। কেউ চাইলে মেসিকে পছন্দ করতেই পারে। আমার তাতে সমস্যা নেই।'