বার্সার দিকে নকল টাকা ছুঁড়ে মারলেন বিলবাও সমর্থকরা
লা লিগায় জয় যাত্রা অব্যাহত থাকলেও মাঠের বাইরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। অ্যাথলেটিক বিলবাওকে তাদেরই মাঠে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের ওপর ৯ পয়েন্টের লিড ধরে রেখেছে কাতালানরা। কিন্তু মাঠের বাইরের ঘটনায় জর্জরিত ক্লাবটি।
রেফারি কমিটিকে নিয়মিত টাকা দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর থেকেই বার্সেলোনাকে কী শাস্তি দেওয়া হবে সেটি দেখার জন্য মুখিয়ে আছেন সবাই। ক্লাবটির সমর্থকদের জন্য বেশ কঠিন একটা সময় যাচ্ছে।
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও বার্সার খেলোয়াড় কিংবা বোর্ড কর্মকর্তাদের যেভাবে বিদ্রূপ করলেন বাস্ক অঞ্চলের ক্লাবটির সমর্থকেরা, তাতে কখন ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরবেন এই চিন্তাতেই হয়তো মগ্ন ছিলেন বার্সা খেলোয়াড়রা।
ম্যাচের আগেই বিলবাওয়ের সমর্থকেরা ঘোষণা দিয়েছেন, নকল টাকা ছুঁড়ে বার্সার দুর্নীতির বিপক্ষে প্রতিবাদ জানাবেন তারা। সেটি পূরণ করতেই ম্যাচের আগে সান মামেসের বাইরে নকল ব্যাংক নোট বিলি করেন তারা।
সেগুলো নিয়েই গ্যালারিতে প্রবেশ করেন বাস্ক অঞ্চলের এই ক্লাবটির সমর্থকেরা। ম্যাচ চলাকালীন সেই নকল ব্যাংক নোট গুলো প্রদর্শন এবং ছুঁড়ে মারতে থাকেন বিলবাও সমর্থকরা। নোটের গায়ে বার্সার লোগোর সঙ্গে 'মাফিয়া' শব্দটি লেখা ছিলো।
তবে শুধু যে বার্সেলোনার দিকেই ইঙ্গিত করে এই প্রদর্শনী ছিলো তা নয়, স্পেনের সবচেয়ে বড় এবং সফল ক্লাব রিয়াল মাদ্রিদের দিকেও বিলবাও সমর্থকদের ক্ষোভ প্রকাশ পেয়েছে। ম্যাচজুড়ে তাদের চিৎকার করে বলতে শোনা গিয়েছে, 'বার্সা কিংবা রিয়াল নয়, কেবলই অ্যাথলেটিক'।