বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে রিয়াল
একে তো চিরশত্রু, তার ওপর মাঠের খেলায়ও এই মৌসুমে বার্সার কাছে ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। তাই সুযোগ পেয়ে কাতালান ক্লাবটিকে আক্রমণ করতে ছাড়ছে না লস ব্লাঙ্কোসরা। রেফারিকে টাকা দেওয়ার অভিযোগের সত্যতা মেলায় বার্সার বিপক্ষে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।
বার্সেলোনার বিপক্ষে এই অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই জরুরি বোর্ড সভা ডাকেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বার্সেলোনার বিপক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অংশগ্রহণ করবে স্পেনের সবচেয়ে সফল এই ক্লাবটি। ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, 'ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ এই ধরণের অন্যায়ের বিরুদ্ধে কাজ করে এসেছে। আমরা আশা করছি এই অন্যায়ের সঠিক শাস্তি নিশ্চিত করা হবে।'
উল্লেখ্য, বার্সেলোনার বিপক্ষে অভিযোগ ছিলো তারা ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে স্প্যানিশ রেফারি কমিটির তৎকালীন সহ-সভাপতি হোসে নেগ্রেইরাকে ৭.৩ মিলিয়ন ইউরো বা প্রায় ৭৫ কোটি টাকা দিয়েছে। যেটির প্রমাণও পেয়েছে তদন্তকারী দল।
এই অভিযোগের সত্যতা মেলায় এখন কঠিন সাজার মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা, স্প্যানিশ লিগ থেকে অবনমিত করে দেওয়ার মতো শাস্তিও পেতে পারে কাতালান ক্লাবটি।