অনুশীলনে ফুটবলের আঘাতে হাসপাতালে মিরাজ
ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের মতো টি-টোয়েন্টি সিরিজ কেটেছে বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার সিলেটে চলে এসেছে তারা। কিন্তু প্রথম দিনের অনুশীলনেই বাধলো বিপত্তি।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অনুশীলন শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলেন। এ সময় চোখে বলের আঘাত পান মিরাজ, সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই অলরাউন্ডারকে।
মাঠের বাইরে নিয়েই কাজ হয়নি, দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে দ্রুততার সঙ্গে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয় তার। তবে বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর, রিপোর্টে খারাপ কিছু আসেনি। এরপর মিরাজকে চোখের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
মিরাজের চোটের বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'অনুশীলনের সময় মিরাজের চোখে ফুটবলের আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। ওকে চোখের চিকিৎসক দেখাই, দেখা যাক কী বলেন।'
ওয়ানডে সিরিজের জন্য দলের সঙ্গে গতকাল সিলেটে এসেছেন মিরাজ। দলের ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না তিনি, হোটেলে বিশ্রামে ছিলেন ডানহাতি এই অলরাউন্ডার। পরের দিন অনুশীলনে নামার কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে।
অনুশীলনে হাসান মাহমুদের মারা বল গিয়ে চোখে আঘাত করে মিরাজের, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দলের সবাই এগিয়ে যান তার দিকে, বোঝার চেষ্টা করেন অবস্থা। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, পরে নেওয়া হয় হাসপাতালে।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডেও এই মাঠে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে।