এল ক্লাসিকো: বার্সার এগিয়ে যাওয়া নাকি রিয়ালের ব্যবধান কমানো?
আজ রাত ২ টায় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো। দুই দলের জন্যই অনেকটা ভাগ্য নির্ধারণী ম্যাচ বলা চলে।
লা লিগায় রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা। লস ব্লাঙ্কোসদের হারাতে পারলে তাদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। অপরদিকে রিয়াল জিতলে ব্যবধান নেমে আসবে ৬ এ।
বার্সেলোনা জিতলে অনেকটাই নির্ধারিত হয়ে যাবে লা লিগার এই মৌসুমের শিরোপা লড়াই। কারণ এরপর আর ম্যাচ বাকি থাকবে ১১ টি। যেখানে রিয়াল লিগ জিততে চাইলে তাদেরকে সব ম্যাচ তো জেতা লাগবেই, সাথে বার্সাকে ৪ টি ম্যাচ হারা লাগবে। যা আপাতদৃষ্টিতে কঠিন।
তাই এই ম্যাচ জিতে লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে চায় জাভির বার্সা। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমাতে পারলে এই মৌসুমেও লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা বেঁচে থাকবে রিয়ালের। সেটিকেই পাখির চোখ করছে আনচেলত্তির দল।
বার্সার জন্য দুঃসংবাদ, চোট কাটিয়ে ফিরতে পারেননি পেদ্রি, এল ক্লাসিকোতে জাভি পাচ্ছেন না মাঝমাঠে তার অন্যতম সেরা অস্ত্রকে। যদিও আগের ক্লাসিকো না খেলতে পারা রবার্ট লেভানডোভস্কি আছেন এবার।
রিয়াল মাদ্রিদ পাচ্ছে পূর্ণ শক্তির দল। দুর্দান্ত ফর্মে আছেন করিম বেনজেমা, তার দিকেই তাকিয়ে থাকবেন কার্লো আনচেলত্তি।
বার্সার মাঠে প্রায় ১৪ মাস পর খেলতে নামবে রিয়াল। ন্যু ক্যাম্পে লস ব্লাঙ্কোসদের সাম্প্রতিক স্মৃতি অসাধারণই বলা চলে। সর্বশেষ তিনবারই জিতেছে রিয়াল। তাই আজ জিতে বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মদ্রিচ-ক্রুসরা।
এই মৌসুমে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল। একটি ম্যাচ জিতেছে রিয়াল, দুটিতে জিতেছে বার্সা।