মেসির সঙ্গে পিএসজির আচরণের সমালোচনা সার্জি রবার্তোর
পরের মৌসুমে মেসি কোথায় খেলবেন সেটি এখনো ধোঁয়াশার বিষয়। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি এখনো। অন্য কোথাও যাওয়ার খবরও শোনা যাচ্ছে না তেমনভাবে।
বার্সেলোনায় ফিরবেন কিনা, এই প্রশ্নও ভেসে বেড়াচ্ছে বাতাসে। রিয়ালের বিপক্ষে বার্সার এল ক্লাসিকো জয়ে গোল করা মিডফিল্ডার সার্জি রবার্তো চান, আর্জেন্টাইন জাদুকর যেন আবারও ফেরেন কাতালুনিয়াতে।
রিয়াল মাদ্রিদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের অবস্থান আরো শক্ত করেছে বার্সা। দলকে সমতায় ফেরানো গোলটি এসেছে সার্জি রবার্তোর পা থেকে। ম্যাচ শেষে এল ক্লাসিকোর সাথে সাথে মেসি প্রসঙ্গেও কথা বলতে হলো রবার্তোকে।
সেখানে নিজের মন্তব্য জানাতে গিয়ে রবার্তো আক্ষেপ করলেন, পিএসজি মেসির সঙ্গে যেরকম ব্যবহার করছে সেটি তার প্রাপ্য নয়, 'আমি আশা করি মেসি বার্সায় ফিরবে। পিএসজির আচরণ গ্রহণযোগ্য নয়। আমরা তার বার্সায় ফেরার অপেক্ষা করছি।'
তবে রবার্তো চাইলেই তো আর হবে না। দুয়ে দুয়ে চার মিললে তবেই মেসির বার্সায় ফেরা হবে। সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসির কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন বলে খবর। মেসিও তাতে বেজায় খুশি।
পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে ফ্রিতেই বার্সেলোনায় যেতে পারবেন মেসি। তাই এই সুযোগ হাতছাড়া তিনি নাও করতে পারেন। বাকিটা সময়ই বলে দেবে, মেসি কোথায় খেলবেন পরের মৌসুমে।