চোট কাটিয়ে ফিরলেন মিরাজ, ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দিয়েই সিরিজ নিজেদের করে নিতে পারতো বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জেতার মতো সংগ্রহই গড়ে তামিম ইকবালের দল। কিন্তু ৬ উইকেটে ৩৪৯ রান রান তোলার পর বৃষ্টির হানায় ম্যাচ পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচটি তাই এখন সিরিজ নির্ধারণী।
আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ আইরিশদের মুখোমুখি হচ্ছে। সিরিজের প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ঘরের মাঠের দলটি। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে।
সিরিজ জেতার মিশনে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে অনুশীলনে ফুটবল খেলার সময় চোট পাওয়া মেহেদী হাসান মিরাজ ফিরেছেন। প্রথম দুই ওয়ানডেতে তার খেলা হয়নি। মিরাজকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। আয়ারল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), ম্যাথু হাম্ফ্রেইস, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), স্টিফেন ডোহেনি, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক এডেয়ার ও গ্রাহাম হিউম।