১০৫ ম্যাচ কম খেলেই রোনালদোকে ছাড়িয়ে গেলেন মেসি
ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছাড়ার পর বিষয়টি অবধারিতই হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিলো কেবল সময়ের। সেটিও অবশেষে ফুরোল। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল এখন লিওনেল মেসির।
নিসের বিপক্ষে পিএসজির ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করার সাথে সাথে রেকর্ডটি নিজের করে নেন মেসি। পরে সের্হিও রামোসের গোলে সহায়তাও করেছেন আর্জেন্টাইন জাদুকর।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এতদিন সর্বোচ্চ গোলের রেকর্ড ছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৯৪৯ ম্যাচ খেলে ৭০১ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। মেসির গোল এখন ৭০২ টি, যা করতে তিনি ম্যাচ খেলেছেন ৮৪৪ টি। যা রোনালদোর চেয়ে ১০৫ টি কম।
এই ৭০২ গোলের ৬৭২ টি মেসি করেছেন বার্সেলোনার হয়ে। বাকি ৩০ টি এসেছে পিএসজির জার্সিতে। এই মৌসুমে এখন পর্যন্ত ১৯ টি গোল করেছেন এলএম টেন।
কিছুদিন আগেই আরেকটি মাইলফলকেও উঠেছে মেসির নাম। ক্লাব ক্যারিয়ারে এখন সব মিলিয়ে ১০০০ এর বেশি গোলে সহায়তা করেছেন তিনি। ৭০২ গোলের সাথে ৩০১ টি অ্যাসিস্ট আছে মেসির নামের পাশে। এই কীর্তি নেই আর কারোরই।