চ্যাম্পিয়ন্স লিগ: চেলসির বিপক্ষে আবারো জ্বলে উঠবেন বেনজেমা?
লিগে দুই দলের কারোরই অবস্থা খুব একটা ভালো নয়। লা লিগায় বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, যা তাদের সঙ্গে মোটেও যায় না। অন্যদিকে প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছে চেলসি। আছে পয়েন্ট তালিকার ১১ তম স্থানে।
তবে দুই দলই লিগের হতাশা ভোলার মোক্ষম সুযোগ পাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। গত মৌসুমেও এই পর্যায়ে মুখোমুখি হয়েছিল চেলসি ও রিয়াল মাদ্রিদ। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে দুই লেগ মিলিয়ে রিয়াল জেতে ৫-৪ গোলে।
চেলসির মাঠে করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জেতে রিয়াল। এরপর বার্নাব্যুতে এসে চমকে দেয় চেলসি। ৮০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিলো ব্লুজরা। আর ১০ মিনিট এই স্কোরলাইন ধরে রাখতে পারলেই রূপকথা লিখেই সেমি-ফাইনালে উঠে যেতো লন্ডনের ক্লাবটি।
কিন্তু সেটি হতে দেননি রদ্রিগো-বেনজেমারা। মদ্রিচের অসাধারণ পাসে দুই লেগ মিলিয়ে সমতা ফেরান রদ্রিগো, অতিরিক্ত সময়ে বেনজমা গোল করে স্বপ্নভঙ্গ করেন চেলসির। এরপর চ্যাম্পিয়নই হয় রিয়াল মাদ্রিদ।
আনচেলত্তির দলের সামনে আবারও চেলসি বাঁধা, আর ব্লুজদের সামনে দাঁড়িয়ে আছেন করিম বেনজেমা। গত মৌসুমের মতো ধারালো ফর্মে না থাকলেও বড় ম্যাচে জ্বলে ওঠা বেনজেমার অভ্যাস তা ভালো করেই জানে চেলসি। গ্রাহাম পটারকে ছাঁটাই করে ফ্র্যাংক ল্যাম্পার্ডকে আবারো কোচের দায়িত্ব দিয়েছে তারা।
ল্যাম্পার্ডও জানেন, বার্নাব্যুতে রিয়ালকে ঠেকানো মোটেও সহজ কাজ নয়। তাই বাড়তি সতর্কই থাকবেন ব্লুজদের কোচ।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা রিয়ালও চাইবে দ্বিতীয় লেগে চেলসির মাঠে খেলতে যাওয়ার আগে নিজেদের মাঠের কাজটা সেরে রাখতে। তাই জমজমাট এক লড়াই দেখার প্রত্যাশাই করতে পারেন ফুটবল প্রেমিরা।