দলের হারের পর সানের মুখে মানের ঘুষি
ম্যাচে সময় ভালো যায়নি, দল হেরেছে বড় ব্যবধানে। এমন ম্যাচের পর পর ড্রেসিংরুমের আবহ একটু উত্তপ্ত থাকবে, সেটাই স্বাভাবিক। তবে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের পর বায়ার্ন মিউনিখের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রীতিমতো মারামারিতে জড়ান সাদিও মানে ও লেরয় সানে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যান সিটির বিপক্ষে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন। এমন হারে জার্মান চ্যাম্পিয়নরা যে চরম হতাশ, তা বলাই বাহুল্য। সেই হতাশাই ড্রেসিং রুমে গিয়ে ক্ষোভে পরিণত হয়। মেজাজ হারিয়ে সানের মুখে ঘুষি মেরে দেন মানে। এমনই খবর প্রকাশ করেছে জার্মান সংবাদমাধ্যমগুলো।
বিল্ড, স্কাই জার্মানিসহ বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যাচের পর এই দুই ফুটবলার বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। সতীর্থরা তাদেরকে থামানোর চেষ্টা করেন। অবশ্য ম্যাচের শেষদিকে তাদেরকে মাঠের ভেতরেই তর্ক করতে দেখা যায়।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড তাদের খবরে বলেছে, বাক-বিতণ্ডার এক পর্যায়ে ক্ষুব্ধ সাদিও মানে ঘুষি মেরে বসেন লেরয় সানের মুখে। ঘুষিতে সানের ঠোঁট কেটে যায়, রক্ত বের হতে থাকে। এ বিষয়ে বায়ার্ন কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।
চ্যাম্পিয়ন্স লিগে সব সময়ই কঠিন প্রতিপক্ষ বায়ার্ন। কিন্তু সিটির বিপক্ষে সেভাবে লড়াই-ই করতে পারেনি তারা। ২০১৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে এতো বড় ব্যবধানে হারলো বায়ার্ন। এই হারে সেমি-ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ছয়বারের চ্যাম্পিয়নদের।