'সপ্তাহে এক ম্যাচ খেললে লিগ জেতা সহজ'
লা লিগায় আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি জাভির দলের। কারণ গেতাফের বিপক্ষে ড্র করেও নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে বার্সা।
লা লিগায় বাকি আর মাত্র নয়টি ম্যাচ। যার মধ্যে ১৯ পয়েন্ট পেলেই লিগ জিতবে বার্সা। যদি এর মধ্যে রিয়াল আর কোনো পয়েন্ট হারায়, বার্সার জন্য সমীকরণ আরো সহজ হয়ে যাবে।
তবে বার্সার এই এগিয়ে থাকাকে খুব একটা বড় করে দেখছেন না রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া। জাভির দলকে প্রচ্ছন্ন একটা খোঁচাই দিয়েছেন বেলজিয়ান এই গোলরক্ষক। বলেছেন রিয়ালকে লা লিগা ছাড়াও আরো দুইটি প্রতিযোগিতার দিকে মনোযোগ দিতে হচ্ছে, যেটি নেই বার্সার, 'আমরা লা লিগায় বার্সেলোনাকে ধরতে পারবো না হয়তো। তবে আমাদের সামনে কোপা দেল রে ফাইনাল আছে, চ্যাম্পিয়ন্স লিগও আছে। বার্সার মতো সপ্তাহে একটা ম্যাচ খেলা লাগলে লিগ জেতা সহজ হতো।'
কোর্তোয়ার মন্তব্যের পক্ষে অবশ্য যুক্তিও রয়েছে। কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পেই বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তাই এই দুটি প্রতিযোগিতার দিকেও সমান নজর দিতে হচ্ছে কার্লো আনচেলত্তির দলকে। যদিও লা লিগার শিরোপা এখনও নির্ধারিত হয়নি। তাই রিয়ালের সামনে সুযোগ থাকছে এক মৌসুমে তিনটি শিরোপা অর্থাৎ 'ট্রেবল' জেতার। যা তারা এর আগে কখনো করতে পারেনি, তবে বার্সেলোনার এই কীর্তি আছে দুইবার।