চ্যাম্পিয়ন্স লিগ: অঘটন ঘটিয়ে রিয়ালের যাত্রা থামাতে পারবে চেলসি?
প্রথম লেগে ২-০ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে টুর্নামেন্টটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ আর খেলাটাও চেলসির ঘরের মাঠে, তাই গা ছাড়া দেওয়ার সুযোগ নেই আনচেলত্তির দলের সামনে।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের অবিসংবাদিত রাজারা নিজেদের কাজটা খুব ভালোমতোই জানে। চেলসি মাঠে ২ গোলের ব্যবধানে হার এড়াতে পারলেই সেমি-ফাইনালে উঠে যাবেন বেনজেমা-ভিনিসিয়ুসরা।
প্রথম লেগে সুযোগ পেয়েও ব্যবধান ২-০ এর বেশি করতে পারেনি রিয়াল। তাই চেলসির সামনে একেবারেই যে সুযোগ নেই তা নয়। গত মৌসুমেই প্রথম লেগে ৩-১ গোলে হেরেও দ্বিতীয় লেগে ৮০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিলো লন্ডনের ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা।
রিয়ালের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে গত মৌসুমে চেলসির মাঠে তাদের ৩-১ গোলের জয়। বাড়তি নজরে রাখতে হবে করিম বেনজেমাকে, ফরাসি তারকা যে একাই ধসিয়ে দিয়েছিলেন ব্লুজদেরকে। করেছিলেন হ্যাটট্রিক। এবারও দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে নিজের সর্বশেষ ১১ গোলের সবগুলোই করেছেন ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে।
প্রথম লেগে খুঁজেই পাওয়া যায়নি চেলসিকে। রিয়ালকে টপকে সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন হয়তো চেলসি সমর্থকরাও দেখছেন না। নিজেদের খেলা সর্বশেষ তিন ম্যাচেই যে হেরেছে তারা, শেষ ম্যাচে নেই কোনো জয়। এই ছয় ম্যাচে মাত্র ৩ টি গোলের দেখা পেয়েছে ল্যাম্পার্ডের দল, খেয়েছে ৯ টি। তাই রিয়ালের বিপক্ষে দুই গোল দিয়ে গোল না খাওয়ার কাজটা কঠিনই হবে সিলভা-কুলিবালিদের জন্য।
সব মিলিয়ে সেমি-ফাইনালে যাওয়ার জন্য রিয়ালই ফেভারিট। দেখার বিষয়, ফুটবলীয় কোনো মিরাকল ঘটিয়ে চেলসি আজ চমকে দিতে পারে কিনা।
প্রথম লেগে ২-০ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে টুর্নামেন্টটা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ আর খেলাটাও চেলসির ঘরের মাঠে, তাই গা ছাড়া দেওয়ার সুযোগ নেই আনচেলত্তির দলের সামনে।
অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের অবসংবাদিত রাজারা নিজেদের কাজটা খুব ভালোমতোই জানে। চেলসি মাঠে ২ গোলের ব্যবধানে হার এড়াতে পারলেই সেমি-ফাইনালে উঠে যাবেন বেনজেমা-ভিনিসিয়ুসরা।
প্রথম লেগে সুযোগ পেয়েও ব্যবধান ২-০ এর বেশি করতে পারেনি রিয়াল। তাই চেলসির সামনে একেবারেই যে সুযোগ নেই তা নয়। গত মৌসুমেই প্রথম লেগে ৩-১ গোলে হেরেও দ্বিতীয় লেগে ৮০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিলো লন্ডনের ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি তারা।
রিয়ালের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে গত মৌসুমে চেলসির মাঠে তাদের ৩-১ গোলের জয়। বাড়তি নজরে রাখতে হবে করিম বেনজেমাকে, ফরাসি তারকা যে একাই ধসিয়ে দিয়েছিলেন ব্লুজদেরকে। করেছিলেন হ্যাটট্রিক। এবারও দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে নিজের সর্বশেষ ১১ গোলের সবগুলোই করেছেন ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে।
প্রথম লেগে খুঁজেই পাওয়া যায়নি চেলসিকে। রিয়ালকে টপকে সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন হয়তো চেলসি সমর্থকরাও দেখছেন না। নিজেদের খেলা সর্বশেষ তিন ম্যাচেই যে হেরেছে তারা, শেষ ম্যাচে নেই কোনো জয়। এই ছয় ম্যাচে মাত্র ৩ টি গোলের দেখা পেয়েছে ল্যাম্পার্ডের দল, খেয়েছে ৯ টি। তাই রিয়ালের বিপক্ষে দুই গোল দিয়ে গোল না খাওয়ার কাজটা কঠিনই হবে সিলভা-কুলিবালিদের জন্য।
সব মিলিয়ে সেমি-ফাইনালে যাওয়ার জন্য রিয়ালই ফেভারিট। দেখার বিষয়, ফুটবলীয় কোনো মিরাকল ঘটিয়ে চেলসি আজ চমকে দিতে পারে কিনা।