মেসিকে ফেরানোর অর্থ জোগাতে তার নামে জাদুঘর করবে বার্সেলোনা!
লিওনেল মেসির বার্সেলোনার ফেরার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন জাদুকর। প্যারিসের ক্লাবটি যদি ছাড়েনই, এরপর ইউরোপেই থাকতে চান তিনি। আর সেই সুযোগ নিয়ে মেসিকে বার্সেলোনা ফিরিয়ে আনতে চায়।
মেসিকে ফিরিয়ে আনতে হলে যে অর্থের প্রয়োজন, তা এই মুহূর্তে নেই বার্সার ভান্ডারে। আর সেজন্যই বাড়তি অর্থের জোগান পেতে মেসির নামে জাদুঘর বানানোর কথা ভাবছে কাতালান ক্লাবটি।
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মেসিকে ফিরিয়ে আনার মতো অবস্থায় নেই বার্সেলোনা। তাকে আনতে হলে নিজেদের আর্থিক অবকাঠামোর অনেক কিছুই পরিবর্তন করতে হবে বার্সাকে। তার মধ্যে অন্যতম হলো, নিয়মিত আয়ের উৎস তৈরি করা।
সেই উৎসগুলোর মধ্যে অন্যতম হতে পারে জাদুঘর। যেখানে দর্শনার্থীরা টিকেট কেটে ঘুরে দেখতে পারবেন। আর সেই জাদুঘর যদি হয় খোদ লিওনেল মেসির নামে এবং থাকে মেসির ব্যবহার করা জিনিসপত্র ও জেতা সব স্মারক, তাহলে ভক্তদের ভীড় উপচে পড়াটাই নিশ্চিত।
আর এই সুযোগটিই কাজে লাগাতে চায় বার্সা কর্তৃপক্ষ। বার্সার বিশ্ববিখ্যাত একাডেমি 'লা মাসিয়া'র পুরোনো প্রশাসনিক কার্যালয়টিকে লিওনেল মেসি জাদুঘুরে রূপান্তরিত করার কথা ভাবছে তারা। এ নিয়ে টেলেফোনিকা নামের এক কোম্পানির সঙ্গে আলোচনাও সেরে ফেলেছে বার্সা বোর্ড।
শেষ পর্যন্ত এই প্রজেক্টটি আলোর মুখ দেখলে ঘরের ছেলের ঘরে ফেরার রাস্তা সহজ হয়ে উঠতে পারে আরো।